U19 World Cup 2024: তারকা ক্রিকেটারদের ছেলে, ভাগ্নে, ভাই যুব বিশ্বকাপে; কাকে ছেড়ে দেখবেন কাকে?

Jan 20, 2024 | 9:00 AM

ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ার্ল্যান্ড, নামিবিয়া, জিম্বাবোয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র... অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এই সকল দলগুলোতে এমন ক্রিকেটাররা রয়েছেন, যাঁদের আত্মীয়রা তাঁদের দেশের হয়ে সিনিয়র টিমে খেলেছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন যুব বিশ্বকাপের ৪ এশিয়ান দেশগুলিতে এমন কতজন ক্রিকেটার রয়েছেন।

U19 World Cup 2024: তারকা ক্রিকেটারদের ছেলে, ভাগ্নে, ভাই যুব বিশ্বকাপে; কাকে ছেড়ে দেখবেন কাকে?
U19 World Cup 2024: তারকা ক্রিকেটারদের ছেলে, ভাগ্নে, ভাই যুব বিশ্বকাপে; কাকে ছেড়ে দেখবেন কাকে?

Follow Us

কলকাতা: নেলসন ম্যান্ডেলার দেশে বসেছে এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2024) আসর। শুক্রবার টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়েছে। আইসিসির এই মেগা ইভেন্টের দ্বিতীয় দিন মাঠে নামছে মোট ৪টি দল। দক্ষিণ আফ্রিকার ৩টি ভেনুতে রয়েছে যথাক্রমে ভারত-বাংলাদেশ, স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড এবং আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টের প্রথম দিন ছিল জোড়া ম্যাচ। তাতে আয়োজন দক্ষিণ আফ্রিকা ৩১ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। এবং টুর্নামেন্টের উদ্বোধনের দিন অপর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে আয়ার্ল্যান্ড। গত বারের চ্যাম্পিয়ন ভারত আজ, শনিবার যুব বিশ্বকাপের যাত্রা শুরু করছে। এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এমন কয়েকজন ক্রিকেটারকে দেখা যাবে যাঁরা তারকা ক্রিকেটারদের ছেলে, ভাগ্নে, ভাই। এই তালিকায় রয়েছেন কারা? এক ঝলকে দেখে নিন।

ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ার্ল্যান্ড, নামিবিয়া, জিম্বাবোয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র… অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এই সকল দলগুলোতে এমন ক্রিকেটাররা রয়েছেন, যাঁদের আত্মীয়রা তাঁদের দেশের হয়ে সিনিয়র টিমে খেলেছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন যুব বিশ্বকাপের ৪ এশিয়ান দেশগুলিতে এমন কতজন ক্রিকেটার রয়েছেন।

  • ভারত – ভারতের উইকেটকিপার ব্যাটার সরফরাজ খানের ভাই মুশির খান রয়েছেন টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্কোয়াডে। মুশির খান টপ ৬ এর যে কোনও পজিশনে ব্যাটিংয়ে সাবলীল। সঙ্গে বাঁ-হাতে স্পিনটাও ভালো করেন। মুশির সত্যিকার অর্থে একজন তারকা অলরাউন্ডার।
  • আফগানিস্তান – যুব বিশ্বকাপে আফগান শিবিরে দেখা যাবে ৩ তারকা ক্রিকেটারে আত্মীয়দের। প্রথমেই বলতে হয় মহম্মদ নবির ছেলে হাসান ইশাখিলকে নিয়ে। তাঁর সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে রশিদ খানের ভাগ্নে উসমান শিনওয়ারিকে। পাশাপাশি ইব্রাহিম জাদরান ও মুজিব উর রহমানের ভাগ্নে জামশিদ জাদরানও রয়েছেন আফগান স্কোয়াডে। তাঁর মামা নুর আলি জাদরান অতীতে আফগানদের জাতীয় দলের হয়ে খেলেছেন।
  • বাংলাদেশ – বাংলাদেশের প্রাক্তন ব্যাটার এবং ন্যাশানাল ক্রিকেট লিগের কোচ জাহাঙ্গির আলমের ছেলে জিশান আলমকে এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা যাবে।
  • পাকিস্তান – পাক তারকা বোলার নাসিম শাহ অল্প সময়ের মধ্যেই লাইমলাইটে এসেছিলেন। তাঁর ভাই উবেইদ শাহ রয়েছেন রয়েছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াডে।
Next Article