Mohammed Shami’s Brother: বিজয় হাজারেতে বাংলার মুখ উজ্জ্বল করছেন সামির ভাই

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 05, 2023 | 2:42 PM

Vijay Hazare Trophy: বিশ্বকাপে ভারতের জার্সিতে সোনা ফলিয়েছেন সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একাই তুলে নেন ৭ উইকেট। এ বার দাদাকে দেখেই শিখছেন ভাইও। বিজয় হাজারের মঞ্চে আগুন ঝরাচ্ছেন সামির ছোট ভাই কাইফ। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট তুলে নিয়েছে এই তরুণ। শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন। দিকে দিকে চর্চায় এখন কাইফ। ২০২১ সালে বাংলার জার্সিতে বিজয় হাজারের মঞ্চে অভিষেক হয় তাঁর। শুরু থেকেই দলকে ভরসা জোগাচ্ছেন তিনি।

Mohammed Shamis Brother: বিজয় হাজারেতে বাংলার মুখ উজ্জ্বল করছেন সামির ভাই
মহম্মদ কাইফ ও মহম্মদ সামি
Image Credit source: ছবি: X

Follow Us

নয়াদিল্লি:বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) আগুন ঝরিয়েছেন মহম্মদ সামি (Mohammed Shami) । এক কথায় স্বপ্নের ফর্মে ছিলেন। একের পর এক দুরন্ত পারফরম্যান্স, সামি ঝড়ে মাথা তুলে দাঁড়াতে বেগ পেতে হয়েছে প্রতিপক্ষকে। এ বার সেই ধারা বজায় রাখছেন তাঁর ভাই মহম্মদ কাইফ। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে ফুল ফোটাচ্ছেন কাইফ। ২০২১ সালে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক হয়। তারপর থেকেই মুক্ত ঝরাচ্ছেন এই তরুণ। এই মরসুমেও সেই বলের সেই ধার ধরে রেখেছেন। কেমন খেলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

বিশ্বকাপে ভারতের জার্সিতে সোনা ফলিয়েছেন সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একাই তুলে নেন ৭ উইকেট। এ বার দাদাকে দেখেই শিখছেন ভাইও। বিজয় হাজারের মঞ্চে আগুন ঝরাচ্ছেন সামির ছোট ভাই কাইফ। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট তুলে নিয়েছে এই তরুণ। শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন। দিকে দিকে চর্চায় এখন কাইফ। ২০২১ সালে বাংলার জার্সিতে বিজয় হাজারের মঞ্চে অভিষেক হয় তাঁর। শুরু থেকেই দলকে ভরসা জোগাচ্ছেন তিনি। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লর বেশ প্রিয় কাইফ। বিশ্বকাপের সময় যখন সামিকে নিয়ে চারিদিকে উন্মাদনার পারদ তুঙ্গে, তখন এই পারফরম্যান্সের পিছনে দাদার পরিশ্রমের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন কাইফ। হারতে তাঁরা শেখেননি। কীভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষে পৌঁছতে হয় তা ভালোই জানেন তাঁরা, সেটাই প্রমাণ করছেন বারবার।

চলতি বিজয় হাজারে ট্রফিতে ফর্মে রয়েছে বাংলা। কাইফের দলের কাছে সুযোগ রয়েছে দ্বিতীয় সেরা দল হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার। সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে কাইফরা। কোয়ার্টার ফাইনালে ওঠার আগে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে বাংলার কোচ শুক্লর মুখে। তাঁকে বলেতে শোনা যায়, “আমরা এখন শুধু নিজেদের ম্যাচ নিয়ে ভাবছি। ছেলেদের বলেছি ওটাই এখন মূল লক্ষ্য। ওরা জানে কী ভাবে ম্যাচ জিততে হবে।এখন পঞ্জাবকে হারানোই এখন একমাত্র লক্ষ্য। তারপর দেখা যাবে দ্বিতীয় সেরা দল হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনো যায়, নাকি প্রি কোয়ার্টার খেলতে হয়। দলের উপর আমার একশো শতাংশ ভরসা রয়েছে। পঞ্জাবকে আমরা হারাবোই।’