Mohammed Shami: বিশ্বকাপে দ্রুততম ‘হাফসেঞ্চুরি’ মহম্মদ সামির

India vs New Zealand ICC world Cup 2023 Semi-Final: বিশ্বকাপের শুরুর দিকে তাঁকে খেলানো হচ্ছিল না। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে কম্বিনেশনে বদল আনতে বাধ্য হয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ধরমশালায় এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন পাঁচ উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে চার উইকেট নিতেই নতুন নজির।

Mohammed Shami: বিশ্বকাপে দ্রুততম হাফসেঞ্চুরি মহম্মদ সামির
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 15, 2023 | 11:10 PM

মুম্বই: বিশ্বকাপের মঞ্চে নানা রেকর্ড গড়ে চলেছেন মহম্মদ সামি। ভারতের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে একাধিক বার ইনিংসে পাঁচ উইকেটের নজির গড়েছেন সামিই। এ বারের বিশ্বকাপেই সেই রেকর্ড গড়েছেন। বিশ্বকাপের শুরুর দিকে তাঁকে খেলানো হচ্ছিল না। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে কম্বিনেশনে বদল আনতে বাধ্য হয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ধরমশালায় এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন পাঁচ উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে চার উইকেট নিতেই নতুন নজির। বিশ্বকাপের মঞ্চে উইকেটের হাফসেঞ্চুরি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তবে অল্পেতে খুশি হওয়ার মতো বোলার সামি নন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে উইকেট পাননি সামি। তার আগে প্রতি ম্যাচেই তাঁর নামের পাশে উইকেট কলামে বড় অঙ্ক লেখা থাকত। ডাচদের বিরুদ্ধে ঠিক তাগিদ পাচ্ছিলেন না যেন। বড় মঞ্চের প্লেয়ার যেন সেমিফাইনালের ভাবনায় বুঁদ ছিলেন। ওয়াংখেড়েতে প্রথম স্পেলে দু-উইকেট নিয়ে দারুণ শুরু সামির। যদিও ফিল্ডিংয়ে তাঁর একটা ভুল! ব্যক্তিগত ৫১ রানে ক্রিজে থাকা কেন উইলিয়ামসনের ক্যাচ ফেলেন। সেমিফাইনালের মঞ্চে যে এটা বড় ভুল সামির চেয়ে কে উপলব্ধি করতে পারবে! গত বিশ্বকাপে যে সেমিফাইনালেই বিদায় নিয়েছিল ভারত। এই ক্যাচ ফসকানোটাই যেন নতুন করে আক্রমণের তাগিদ জোগায় সামির মধ্যে।

প্রথম স্পেলে দুই, নতুন স্পেলে এক ওভারেই দুই। শেষ দিকে আরও তিন। সব মিলিয়ে ৭ উইকেট! বিশ্বকাপের মঞ্চে এত ভালো বোলিং পরিসংখ্যান আর কার আছে! বিশ্বকাপে এক সংস্করণে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট। জাহির খানকে ছাপিয়ে গেলেন মহম্মদ সামি। মাত্র ৬ ম্যাচে ২৩ উইকেট। এখনও ফাইনাল বাকি। মিচেল স্টার্ক সব মিলিয়ে ১৯ ইনিংসে বিশ্বকাপে উইকেটের হাফসেঞ্চুরিতে পৌঁছেছিলেন। সামি ১৭ ইনিংসে হাফসেঞ্চুরি পেরিয়ে গেলেন।

পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে ছাপিয়ে গেলেন সামি। মিচেল স্টার্ক ৩ বার পাঁচ উইকেট নিয়েছেন। সামি সব মিলিয়ে চার বার। এই বিশ্বকাপে ছয় ম্যাচের তিন ম্যাচেই পাঁচ কিংবা তার বেশি উইকেট সামির। আর সেমিফাইনালের মঞ্চে সাত। ফাইনালের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা।