Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: এ বার কি অলিম্পিকে চোখ? এক নতুন স্বপ্নের কথা শোনাচ্ছেন সামি

Latest Updates Of Mohammed Shami: ফিটনেসের দিক থেকে বিরাটকে এক গোল দিলেন মহম্মদ সামি। ওডিআই বিশ্বকাপ থেকেই ফের চর্চায় উঠে এসেছেন সামি। দেশের জার্সিতে কার্যত জ্বলে ওঠেন। নতুন বছরেই টি-২০ বিশ্বকাপ। আর তার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন সামি। এর মাঝে নিজেই নিজেকে দিলেন দরাজ সার্টিফিকেট।

Mohammed Shami: এ বার কি অলিম্পিকে চোখ? এক নতুন স্বপ্নের কথা শোনাচ্ছেন সামি
মহম্মদ সামি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 4:08 PM

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিকে নামবেন নাকি? যদি সুযোগ পান তাহলে পোডিয়ামে উঠে পড়তে পারেন! অর্থাৎ, প্যারিস অলিম্পিক থেকে পদক কনফার্ম করতে পারেন তিনি। কার কথা হচ্ছে জানেন? এই কদিন আগে যাঁকে আপনারা বিশ্বকাপ ক্রিকেটে দেখেছেন। চার ম্যাচ মাঠের বাইরে বসেছিলেন যিনি। একাদশে পা রেখেই তুমুল হইচই ফেলে দিয়েছিলেন। আর একটু খোলসা করে বললে, এই তিনিই ওডিআই বিশ্বকাপে ২৪ উইকেট নিয়েছিলেন। ঠিক ধরেছেন, মহম্মদ সামির কথাই হচ্ছে। চোটের কারণে এখন ভারতীয় টিম থেকে দূরে। কিন্তু সামি বসে নেই। নিজের ফিটনেস বাড়াতে নেমে পড়েছেন। এই সামিই যা বলছেন, তাতে মনেই হতে পারে ভারতের অভিজ্ঞ পেস বোলার এ বার ভারোত্তোলনের দিকে ঝুঁকছেন। কী এমন বললেন?

ফিটনেসের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক সবসময়ই নিবিড়। বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সবসময়ই চর্চা হয়। এ বার ফিটনেসের দিক থেকে বিরাটকে এক গোল দিলেন মহম্মদ সামি। ওডিআই বিশ্বকাপ থেকেই ফের চর্চায় উঠে এসেছেন সামি। দেশের জার্সিতে কার্যত জ্বলে ওঠেন। নতুন বছরেই টি-২০ বিশ্বকাপ। আর তার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন সামি। এর মাঝে নিজেই নিজেকে দিলেন দরাজ সার্টিফিকেট। জানালেন ৭৫০ কেজি ওজন তোলা তাঁর কাছে কোনও ব্যাপারই না।

অনেক ক্রিকেটারই সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ার্ক আউটে সেশন শেয়ার করে থাকেন। সামিকে যদিও কোনওদিন এমন কিছু করতে দেখা যায়নবি। তবে সম্প্রতি ফিটনেসকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন সামি। নিজেই নিজেকে সেরার তকমা দিয়ে জানিয়েছেন, তাঁর মতো ভারোত্তোলন করতে পারবেন না অন্য ক্রিকেটাররা। অন্যদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরও বলেন, “আমি ৭৫০ কেজি পর্যন্ত ওজন তুলতে পারি। জিম সেশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না ঠিকই, তবে ৭৫০ কেজি লেগ প্রেস করা আমার কাছে কোনও ব্যাপার না।”