কলকাতা: দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে ভারতীয় পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। কবে ফিরবেন ২২ গজে? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে জাতীয় দলে ফিরতে পারেন সামি। একদিকে ভারতের তরুণরা জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ (T20) সিরিজে ব্যস্ত। আর এ মাসেই শ্রীলঙ্কা সফরেও যাবে টিম ইন্ডিয়া। তারই মাঝে ভারতের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আসন্ন শ্রীলঙ্কা সফরেই গৌতম গম্ভীর ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে প্রথম কাজ করবেন। তিনি জানিয়েছেন, যে ক্রিকেটাররা ফিট, তাঁরা যেন তিন ফর্ম্যাটেই খেলেন। তাই প্রশ্ন উঠছে, সামিকেও কি তিনি তিন ফর্ম্যাটেই দেখতে চাইবেন? আপাতত সামি সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় দলে ফিরতে মরিয়া। এরই মাঝে দেশের সদ্য প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রে নতুন কোচকে এক পরামর্শ দিয়েছেন।
মহম্মদ সামি নিজের ইন্সটাগ্রামে ভাই মহম্মদ কাইফের সঙ্গে এক ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, দুই ভাই জিমে ঘাম ঝরাচ্ছেন। ওই ভিডিয়োর ক্যাপশনে সামি লেখেন, ‘একসঙ্গে আমরা অনেক কিছু অর্জন করব। আমরা দুই ভাই সারা জীবন জিমের পার্টনারও।’ সেই ইন্সটা পোস্টের কমেন্টে মহম্মদ কাইফ লেখেন, ‘আমার শক্তি মহম্মদ সামি ভাইয়া।’ সামির ভক্তরা ওই ভিডিয়োর কমেন্টে জানিয়েছেন, তাঁরা তারকা পেসারকে মিস করছেন।
এ বছরের সেপ্টেম্বরে রয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। সেখানে ফিরতে পারেন সামি। কিন্তু তার আগে ভারতের সদ্য প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, ‘স্টাফদের উচিত সামির সঙ্গে কথা বলা। ও আর তরুণ নেই। তাই দেখতে হবে ও কতটা ফিট। এবং কত বছর ও খেলা চালিয়ে যেতে পারবে। কী ভাবে ওকে ব্যবহার করা যায়? দেখতে হবে। আমি নিশ্চিত গৌতির সঙ্গে যিনি আসবেন তিনি সামির থেকে সেরাটা বের করবেন।’
পরশ মামব্রের মতে, ‘যদি সামিকে টেস্ট ক্রিকেটের জন্য ভাবা হয়, তা হলে তাঁকে অস্ট্রেলিয়া সিরিজের আগে ছন্দে আসতে হবে। এটাও দেখতে হবে, তাঁর শরীর ঠিক কতটা ধকল নিতে পারবে। ও কী চায় সেটাও জানা দরকার। তবে এটাও ঠিক অস্ট্রেলিয়া সিরিজের আগে ওকে কিছুটা ক্রিকেট খেলতে হবে।’