Mohammed Shami: ‘আমার ঘর বাড়ি…,’ সৌরভ-ঝুলনদের পাশে আবেগে ভাসলেন মহম্মদ সামি

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 20, 2025 | 7:29 PM

India vs England T20I, Eden Gardens: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠ ইডেনেই প্রত্যাবর্তন হবে সামির। তার আগে নিজেকে যেন নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। রবিবার বল হাতে ঘাম ঝরিয়েছেন নেটে। সোমবার আবার সেই তাঁকেই ব্যাটিং করতে দেখা গেল। বুধ-সন্ধেয় সামি যে মহানায়ক হয়েই পা রাখবেন ইডেনে!

Mohammed Shami: আমার ঘর বাড়ি..., সৌরভ-ঝুলনদের পাশে আবেগে ভাসলেন মহম্মদ সামি
Image Credit source: OWN PHOTOGRAPH

Follow Us

আছেন, নাকি নেই? নাটক কম ছিল না। যাবেন কি যাবেন না— করতে করতে শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া সফর। নিত্যনতুন চোটের গল্পে তখন একাকার পেস বোলার। ওয়ান ডে বিশ্বকাপে যিনি ছিলেন দুরন্ত ফর্মে, চমকে দেওয়া পারফর্ম করেছেন, সেই তাঁর কি ভারতীয় দলে প্রত্যাবর্তন হবে না? রঞ্জি, মুস্তাক আলি, বিজয় হাজারে ট্রফিতে দিয়েছেন পরীক্ষা। তাতেও কি শেষ হয়েছে লড়াই? এনসিএ-তে ফিটনেস পরীক্ষা দিয়ে মিলেছে ছাড়পত্র। সেই মহম্মদ সামি আবার ফিরছেন ভারতীয় দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠ ইডেনেই প্রত্যাবর্তন হবে সামির। তার আগে নিজেকে যেন নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। রবিবার বল হাতে ঘাম ঝরিয়েছেন নেটে। সোমবার আবার সেই তাঁকেই ব্যাটিং করতে দেখা গেল। বুধ-সন্ধেয় সামি যে মহানায়ক হয়েই পা রাখবেন ইডেনে!

এই সামি জানেন হারিয়ে যাওয়ার যন্ত্রণা। এই সামি জানেন, ফিরে আসার লড়াই কতটা কঠিন হয়। সোমবার সন্ধেয় একেবারে অন্য মেজাজে দেখা গেল সামিকে। সর্বভারতীয় ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলার অনূর্ধ্ব ১৫ মেয়েদের টিম। রানার্স অনূর্ধ্ব ১৭ মেয়েদের টিম। দুই টিমকে সংবর্ধনা দিল সিএবি। সেখানে কার্যত চাঁদেরহাট। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা হাজির। ওই একই মঞ্চে সামিও। একঝাঁক বাচ্চা মেয়েকে তাতিয়ে গেলেন সামি। কী বললেন তিনি?

সামির কথায়, “দেশের হয়ে খেলার খিদেটা যেন নষ্ট না হয়। হার্ডওয়ার্ক করার ইচ্ছে থাকলে, যাই হোক না কেন, ঠিক ফিরে আসবে। চোট লাগার পর আমি বাড়িতে বসে টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছি। তখন আর সবার মতো আমারও খারাপ লাগত। কিন্তু ফিরে আসার তাগিদটা সব সময় রেখেছি।”

এই খবরটিও পড়ুন

যে ইডেন থেকে উঠে এসেছিলেন, সেখানেই আবার প্রত্যাবর্তন। সামির ছোট্ট প্রতিক্রিয়া, “ইডেন আমার ঘর বাড়ি। বাংলার হয়ে খেলেই আমি এই জায়গায়। এই ইডেন আমাকে সব দিয়েছে। সেখানেই আবার ফিরছি।” অনেকদিন পর যেন সামির মুখে হাজার ওয়াটের আলো। প্রত্যাবর্তন যাঁর রক্তে মিশে, তিনি আবার ফিরবেন সাফল্যের মঞ্চে। সামিও যেন সেই অপেক্ষায়।

Next Article