Mohammed Shami: বিশ্বকাপের প্রস্তুতি? এশিয়া কাপে নামার আগে মাথায় চুল বসালেন সামি!

এ বারের এশিয়া কাপে ভালো পারফর্ম করার ব্যাপারে আশাবাদী ভারতীয় টিম। তারই মাঝে ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ সামি (Mohammed Shami) একটু বেশি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 30, 2023 | 5:54 PM

নয়াদিল্লি: দিন’দুয়েক পর এশিয়া কাপ (Asia Cup 2023) যাত্রা শুরু হবে রোহিত শর্মার ভারতের (India)। ইতিমধ্যেই কলম্বোতে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। এ বারের এশিয়া কাপে ভালো পারফর্ম করার ব্যাপারে আশাবাদী ভারতীয় টিম। তারই মাঝে ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ সামি (Mohammed Shami) একটু বেশি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন। সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার সামির এক ছবি ভাইরাল হয়েছে। তা থেকে জানা গিয়েছে, এশিয়া কাপে নামার আগে মাথায় চুল বসালেন সামি। কী অবাক হচ্ছেন? জানতে চান আসল ব্যাপার কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বর্তমানে মাথায় চুল না থাকলে, কম থাকলে অনেক পুরুষই ভুগছেন আত্মবিশ্বাসের অভাবে। মেয়ে হোক বা ছেলে চুল পড়া এক বিরাট সমস্যা। বর্তমানে অনেকেই এই সমস্যায় নাজেহাল। তা থেকে মুক্তি পেতে অনেকেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করেন। এ বার সেই পথেই হাঁটলেন মহম্মদ সামি। Eugenix Hair Sciences এই ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন সামি। সপ্তাহ খানেক আগে ওই ক্লিনিকের সোশ্যাল মিডিয়া সাইটে সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার খবর জানিয়েছিল। ভারতীয় তারকা ক্রিকেটার সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কাজটি করেছেন ওই ক্লিনিকের কো-ফাউন্ডার ডক্টর প্রদীপ শেঠী এবং ডক্তর আরিকা বনসল।

সামির ক্ষেত্রে ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট কৌশল অবলম্বন করেছে ওই ক্লিনিক। যা শুধুমাত্র হেয়ারলাইন পুনরুদ্ধার করতে সাহায্য করে না বরং চুলের ঘনত্ব এবং টেক্সচার যেন প্রাকৃতিক চুলের সঙ্গে মেলে তা নিশ্চিত করে। ওই ক্লিনিটের ইউটিউবে শেয়ার করা এক ভিডিয়োকে মহম্মদ সামি তাঁর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, “পুরো প্রক্রিয়াটির সময় আমি সত্যিই ভালো অনুভব করেছি। প্রথমত চিকিৎসার জন্য এবং এখানকার কর্মীদের আচরণ এবং চিকিৎসা প্রক্রিয়া সবকিছুই খুব ভালো ছিল। এবং এখানকার সকলে খুব হেল্পফুল। এ বার দেখা যাক কী ফল পাওয়া যায়।”

সোশ্যাল মিডিয়ায় সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর ছবি ভাইরাল হতেই, সেখানে অনেকে কমেন্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা কবে এই পথে পা বাড়াবেন? অনেকে হিটম্যানকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শও দিয়েছেন। এ বার দেখার রোহতিও এই পথে হাঁটেন কিনা।

নয়াদিল্লি: দিন’দুয়েক পর এশিয়া কাপ (Asia Cup 2023) যাত্রা শুরু হবে রোহিত শর্মার ভারতের (India)। ইতিমধ্যেই কলম্বোতে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। এ বারের এশিয়া কাপে ভালো পারফর্ম করার ব্যাপারে আশাবাদী ভারতীয় টিম। তারই মাঝে ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ সামি (Mohammed Shami) একটু বেশি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন। সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার সামির এক ছবি ভাইরাল হয়েছে। তা থেকে জানা গিয়েছে, এশিয়া কাপে নামার আগে মাথায় চুল বসালেন সামি। কী অবাক হচ্ছেন? জানতে চান আসল ব্যাপার কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বর্তমানে মাথায় চুল না থাকলে, কম থাকলে অনেক পুরুষই ভুগছেন আত্মবিশ্বাসের অভাবে। মেয়ে হোক বা ছেলে চুল পড়া এক বিরাট সমস্যা। বর্তমানে অনেকেই এই সমস্যায় নাজেহাল। তা থেকে মুক্তি পেতে অনেকেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করেন। এ বার সেই পথেই হাঁটলেন মহম্মদ সামি। Eugenix Hair Sciences এই ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন সামি। সপ্তাহ খানেক আগে ওই ক্লিনিকের সোশ্যাল মিডিয়া সাইটে সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার খবর জানিয়েছিল। ভারতীয় তারকা ক্রিকেটার সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কাজটি করেছেন ওই ক্লিনিকের কো-ফাউন্ডার ডক্টর প্রদীপ শেঠী এবং ডক্তর আরিকা বনসল।

সামির ক্ষেত্রে ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট কৌশল অবলম্বন করেছে ওই ক্লিনিক। যা শুধুমাত্র হেয়ারলাইন পুনরুদ্ধার করতে সাহায্য করে না বরং চুলের ঘনত্ব এবং টেক্সচার যেন প্রাকৃতিক চুলের সঙ্গে মেলে তা নিশ্চিত করে। ওই ক্লিনিটের ইউটিউবে শেয়ার করা এক ভিডিয়োকে মহম্মদ সামি তাঁর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, “পুরো প্রক্রিয়াটির সময় আমি সত্যিই ভালো অনুভব করেছি। প্রথমত চিকিৎসার জন্য এবং এখানকার কর্মীদের আচরণ এবং চিকিৎসা প্রক্রিয়া সবকিছুই খুব ভালো ছিল। এবং এখানকার সকলে খুব হেল্পফুল। এ বার দেখা যাক কী ফল পাওয়া যায়।”

সোশ্যাল মিডিয়ায় সামির হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর ছবি ভাইরাল হতেই, সেখানে অনেকে কমেন্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা কবে এই পথে পা বাড়াবেন? অনেকে হিটম্যানকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শও দিয়েছেন। এ বার দেখার রোহতিও এই পথে হাঁটেন কিনা।