কলকাতা: ২০১৩ সালে ভারতীয় ক্রিকেট দলে প্রবেশ ঘটে মহম্মদ সামির (Mohammed Shami)। সে বছর নভেম্বর মাসে টেস্ট দলে অভিষেকের পর ওডিআইতেও ডাক পান সামি। টি-২০ ফরম্যাটে খেলেন তার পরের বছর। অর্থাৎ ২০১৪ সালে। ওই সময়ে সামির কেরিয়ারের বৃহস্পতি ছিল তুঙ্গে। শুধু কেরিয়ার নয়, ব্যক্তিগত জীবনেও ছিল সুখ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগে থেকেই হাসিন জাহানের সঙ্গে পরিচয় সামির। ২০১১-২০১৩ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন মহম্মদ সামি। তখনই দু’জনের পরিচয়। এরপর বাগদানও সেরে নেন দু’জনে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পরই নাকি বদলে যান সামি। বিরাট-অনুষ্কা, হরভজন-গীতা বসরার জুটি দেখে তিনিও কোনও বলিউডের স্বপ্ন-সুন্দরীর সঙ্গে গাঁটছড়া বাঁধার স্বপ্ন দেখতেন। সামির ভীষণ পছন্দের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। পাশে হাসিন থাকলেও সামির হৃদয়ে ক্যাট-সুন্দরীর আনাগোনা ছিল। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ক্রিকেট ও বলিউডের মধ্যে যোগাযোগ আজকের নয়। নবাব পতৌদি -শর্মিলা ঠাকুর জুটি থেকে আজকের লোকেশ রাহুল-আথিয়া শেট্টি। ক্রিকেট-বলিউডের মেলবন্ধনের ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে। এ দেশে ক্রিকেটের মতো জনপ্রিয়তা অন্য খেলায় নেই। অন্যদিকে সিনেমা জগতের প্রতি মানুষের আগ্রহ বরাবরই। তাই ক্রিকেটাররা বিনোদন জগতের কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে এতে অবাক হওয়ার কিছু থাকে না। বলিউডের অন্যতম সেরা সুন্দরী ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের কোনও সম্পর্ক নেই। কাইফ সুখী বিবাহিত মানুষ। ক্যাটরিনাও ভিকি কৌশলের সঙ্গে ঘর বেঁধেছেন। তবে বাংলার পেসার মহম্মদ সামির সঙ্গে ক্যাট-সুন্দরীর যোগের আভাস পাওয়া গিয়েছে। একটা সময় ক্যাটরিনাকে বিয়ে করার স্বপ্ন দেখতেন সামি। বলিউড সুন্দরী নাকি তাঁর জন্য লিফটে অপেক্ষা করেছিলেন। সামি তখন সবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন!
সম্প্রতি সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। স্বামীর বিরুদ্ধে বিয়ের পরেও যৌন কর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ এনেছেন। এছাড়াও আরও অনেক অভিযোগ তাঁর। সেই হাসিন এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, “বিরাট-অনুষ্কা, হরভজন-গীতা বসরাকে দেখে সামিরও বলিউডের হিরোইনকে বিয়ে করার ইচ্ছে জেগেছিল। সেটা ক্যাটরিনা হোক বা অন্য কোনও নায়িকা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর কলকাতা বেসড মডেলের সঙ্গে থাকতে চাননি সামি। একদিন সামি আমাকে এটাও বলে যে, বেঙ্গালুরুতে রিহ্যাবের সময় সামির জন্য লিফটে অপেক্ষা করছিলেন ক্যাটরিনা!”