Mohammed Shami: হঠাৎ করেই ক্ষমা চাইলেন মহম্মদ সামি, মন ছুঁয়ে যাওয়া পোস্টে লিখলেন…
India Tour of Australia: সদ্য ঘোষণা হওয়া বর্ডার গাভাসকর ট্রফির ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। রিহ্যাবে ভালো ছন্দেই ছিলেন। কিন্তু চোটে ফের ছন্দপতন হয়। ভারতের আসন্ন অজি সফরের স্কোয়াড ঘোষণার পর এই প্রথম নিজের প্রতিক্রিয়া জানালেন সামি।
কলকাতা: বাইশ গজ থেকে দূরে থাকার কষ্ট কতটা? দেশের তারকা পেসার মহম্মদ সামিকে (Mohammed Shami) এই প্রশ্ন করলে এখন তিনি হয়তো উত্তর দেবেন, ক্রিকেট মাঠ থেকে এই দূরত্ব তাঁর আর সহ্য হচ্ছে না। তিনি মাঠে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কসরতে কমতি রাখছেন না। কিন্তু তারপরও একশো শতাংশ ফিট না হওয়ার কারণে সদ্য ঘোষণা হওয়া বর্ডার গাভাসকর ট্রফির ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। রিহ্যাবে ভালো ছন্দেই ছিলেন। কিন্তু চোটে ফের ছন্দপতন হয়। ভারতের আসন্ন অজি সফরের স্কোয়াড ঘোষণার পর এই প্রথম নিজের প্রতিক্রিয়া জানালেন সামি। তিনি ক্ষমাও চেয়েছেন তাঁর অনুরাগী ও বোর্ডের কাছে। আর কী কী বলেছেন তিনি?
বেঙ্গালুরুর এনসিএতে নিজের রিহ্যাবের টুকরো টুকরো মুহূর্তের এক ভিডিয়ো ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মহম্মদ সামি। সেই ভিডিয়োর ক্যাপশনে সামি বোর্ড ও ক্রিকেট প্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি লেখেন, ‘আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দিনে দিনে আমার বোলিংয়ে ফিটনেস আরও ভালো হচ্ছে। ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি এবং ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব। সকল ক্রিকেট প্রেমী এবং বিসিসিআইয়ের কাছে আমি ক্ষমা চাইছি। তবে খুব শীঘ্রই আমি লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি হব। আপনাদের সকলকে ভালোবাসি।’
এর আগে একবার রিহ্যাব পর্বে সামির নতুন করে চোট লাগার গুজব রটেছিল। সেই সময় তাঁকে নিয়ে বেশ কয়েকটি খবরের হেডলাইন জড়ো করে সোশ্যাল মিডিয়ায় সামি জানিয়েছিলেন, এটা ভুয়ো খবর। এরপর বেঙ্গালুরু টেস্ট শুরুর আগের প্রেস কনফারেন্সে রোহিত জানান, রিহ্যাবের সময় নতুন করে সামির চোট লেগেছে। যার ফলে তাঁকে শূন্য থেকে রিহ্যাব শুরু করতে হয়েছে। ওই সময় সমর্থকদের সামির প্রতি অশ্রদ্ধা জন্মেছিল। তিনি কেন নিজের চোট নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে এমন পোস্ট করেছিলেন, তা জানতে চাইছিলেন তাঁর অনুরাগীরা। এ বার কেন কোথাও তাঁদের কাছেও ক্ষমা চেয়ে নিলেন সামি।
View this post on Instagram
আসলে সামি নিজেও মরিয়া ছিলেন ফিট হয়ে ওঠার জন্য। সেই গত বছরের ওডিআই বিশ্বকাপের পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। একটা মানসিক ধাক্কাও পেয়েছেন। সময়ের মধ্যে ফিট হতে পারলেন না। এখনও চেষ্টা করছেন ফিট হওয়ার। এ বার দেখার তিনি কত দ্রুত পুরোপুরি ফিট হয়ে আবার ২২ গজে ফেরেন।