Anil Kumbe: সামি-সিরাজদের বোলিং নিয়ে মন্তব্য প্রাক্তন ভারতীয় অধিনায়কের

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 21, 2023 | 12:53 AM

Ind Vs Aus Final: এই বিষয়ে অবশ্য সামিকে সবদিক থেকে এগিয়ে রাখছেন কুম্বলে। তাঁর কথায়, "সামি সব বলেই কামাল করতে পারে। যেকোনও পরিস্থিতে ম্যাজিক করার ক্ষমতা রয়েছে ওর মধ্যে।" যদিও দলের পারফরম্যান্সে খুশি কুম্বলে। খেলায় হার, জিত থাকবেই যোগ করেন শেষে। চোয়াল চাপা জেদ ও একাগ্রতার জন্য় বরাবর বিখ্যাত ছিলেন কুম্বলে।

Anil Kumbe: সামি-সিরাজদের বোলিং নিয়ে মন্তব্য প্রাক্তন ভারতীয় অধিনায়কের
অনিল কুম্বলে ও ভারতীয় দল

Follow Us

আমেদাবাদ: এক যুগ পর বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) হাতছানি। আশা ছিল কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) পর বিশ্বকাপ উঠুক রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। তবে শেষ পর্যন্ত তা হল না। ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া। সবরমতির জলে মিশে গেল ১৪০ কোটির স্বপ্ন। দশে দশ। মঞ্চ তৈরিই ছিল। ভারতের হাতে বিশ্বকাপ উঠবে, ৯০ শতাংশ নিশ্চিত প্রায় সকলে। তবে সব আশায় জল ঢেলে বাজিমাত করে দিল অজিরা। হারের পর বিভিন্ন মহলেই ভারতের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়া চলছে। এর মাঝেই মহম্মদ সিরাজের বোলিং নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় কিংবদন্তী অনিল কুম্বলে। কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার এই আক্ষেপ মিটতে বেশ কিছুদিন সময় লাগবে। টানা ১০ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালের মঞ্চে এমন কী হল? কারণ খুঁজে চলেছেন অনেকেই। কেউ মনে করছেন ষষ্ঠ স্পিনারের প্রয়োজন ছিল ভারতের। ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ ইন অনিল কুম্বলে মনে করছেন, নতুব বলে সঙ্গে সিরাজকে আরও একটু খাপ খাইয়ে নিতে হবে। এই প্রসঙ্গে কুম্বলে বলেন, “নতুন বলের সঙ্গে মানিয়ে নিতে সিরাজের আরও একটু সময় লাগবে। নতুন বলে ওকে আরও বেশি জ্বলে উঠতে হবে।”

এই বিষয়ে অবশ্য সামিকে সবদিক থেকে এগিয়ে রাখছেন কুম্বলে। তাঁর কথায়, “সামি সব বলেই কামাল করতে পারে। যেকোনও পরিস্থিতে ম্যাজিক করার ক্ষমতা রয়েছে ওর মধ্যে।” যদিও দলের পারফরম্যান্সে খুশি কুম্বলে। খেলায় হার, জিত থাকবেই যোগ করেন শেষে। চোয়াল চাপা জেদ ও একাগ্রতার জন্য় বরাবর বিখ্যাত ছিলেন কুম্বলে। তাই এত সহজে ভারতেকে হেরে যেতে দেখতে চান না তিনি । তাই তাঁর দৃঢ বিশ্বাস ভারত আবার ঘুরে দাঁড়াবেই।

Next Article