ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টে একপেশে জিতেছিল রোহিত শর্মার ভারত। যদিও দ্বিতীয় টেস্টে পরিস্থিতিটা অন্য। ডমিনিকা টেস্ট যেখানে ৩ দিনে শেষ হয়ে গিয়েছিল সেখানে ত্রিনিদাদ টেস্ট গড়িয়েছে পঞ্চম দিন অবধি। সিরিজ ড্র করার জন্য ওয়েস্ট ইন্ডিজ টিমকে আজ, সোমবার ২৪ জুলাই তুলতে হবে ২৮৯ রান। আর ভারতের চাই ৮ উইকেট। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আশাবাদী, দ্বিতীয় টেস্টের শেষ দিনে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেশ চাপে ফেলবে। একইসঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাটা পিচে ৫ উইকেট নেওয়া নিয়ে কী বললেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চতুর্থ দিন সিরাজের আগুনে বোলিংয়ের সামনে ধস নামে ওয়েস্ট শিবিরে। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া সিরাজ জানান, ওই পাটা পিচে ফাইফার নেওয়া খুব একটা সহজ ছিল না। চতুর্থ দিনের শেষে সিরাজ বলেন, ‘এই পাটা পিচে ৫ উইকেট নেওয়া খুব সহজ নয়। এর জন্য আমি কৃতিত্ব দেব সোহম (দেশাই) ভাইকে। তিনি আমার ফিটনেস নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি ক্রমাগত ম্যাচ খেলছি। তাই তিনি আমাকে ফিট থাকতে সাহায্য করেছেন। বৃষ্টির কারণে পরিবেশটা গরম ও আর্দ্র ছিল। এই পরিবেশে লম্বা স্পেলে বোলিং করা খুব একটা সহজ নয়।’
তিনি নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমি আমার পরিকল্পনা সুন্দর ভাবে কাজে লাগিয়েছি। বিশেষ করে যখন রিভার্স করা শুরু হয়েছিল। আমি স্টাম্প টু স্টাম্প বল করার পরিকল্পনা করেছিলাম। সেটাই কাজে লাগিয়েছি। পাশাপাশি চেষ্টা করেছি ওরা যেন সহজে রান করতে না পারে।’
জসপ্রীত বুমরা, মহম্মদ সামিদের অনুপস্থিতি পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ। এই দায়িত্বর ব্যাপারে সিরাজ বলেন, ‘আমি দায়িত্ব উপভোগ করছি। কাঁধে দায়িত্ব থাকলে মাঠে বল করার অতিরিক্ত অনুপ্রেরণা পাই। একইসঙ্গে এটা চ্যালেঞ্জিংও। তবে আমার আবার চ্যালেঞ্জ ভালো লাগে।’
সিরাজ আরও জানান, তিনি মনে করেন বল যে ভাবে ঘুরছে তাতে শেষ দিনে ক্যারিবিয়ানদের চাপে ফেলবেন সিনিয়র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। উল্লেখ্য, চতুর্থ দিন ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ও ডেবিউ ম্যাচ খেলা কার্ক ম্যাকেঞ্জির উইকেট নেন অশ্বিন। এ বার দেখার পঞ্চম দিন কোন ভারতীয় বোলার দাপট দেখান।