কলম্বো: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) একাই একশো মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। W 0 W W 4 W… এখানেই শেষ নয়। ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ সিরাজ মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উইকেট নেওয়ার জন্য মুখিয়ে আছেন। শ্রীলঙ্কাকে তছনছ করার সংকল্প নিয়ে যেন মাঠে নেমেছেন তিনি। এক ওভারে মাত্র ৪ রান দিয়ে চার উইকেট নেওয়ার পর সিরাজ থেমে থাকেননি। তাড়াতাড়ি ফাইফারও (৫ উইকেট) পূর্ণ করে ফেলেন সিরাজ। তাঁর কোটা পূরণ হওয়ার আগে যে আর অঘটন ঘটাবেন না, কে বলতে পারে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি ৫ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। তিনে নামা কুশল মেন্ডিস ছাড়া শ্রীলঙ্কার টপ অর্ডারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন সিরাজ-বুমরা। ইনিংসের প্রথম ওভারে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরা। এরপর দায়িত্ব নিয়ে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন সিরাজ। চতুর্থ ওভারে সিরাজ যা জাদু দেখালেন, তা ভোলার নয়।
চতুর্থ ওভারের প্রথম বলে সিরাজ তুলে নেন পাথুম নিশঙ্কার (২) উইকেট। রবীন্দ্র জাডেজা ডানদিকে লাফ দিয়ে দু’হাত দিয়ে ক্যাচ ধরে নেন। পরের বলটা ডট হয়। এরপর ওভারের তৃতীয় বলে সাদিরা সমরবিক্রমা এলবিডব্লিউ হয়ে ফেরেন। রিভিউ নিয়েছিলেন। কাজে লাগেনি। পরের বলেই চরিথ আসালঙ্কাকে ফেরান সিরাজ। কভারে ক্যাচ নেন ঈশান কিষাণ। শূন্যে ফেরেন আসালঙ্কা। এর পরের বল ধনঞ্জয় ডি সিলভা মিড অনের দিকে মারেন। তিন উইকেট নিয়ে এত উত্তেজিত ছিলেন সিরাজ যে, বল করে তিনি দৌড় লাগান বাউন্ডারি আটকাতে। তাঁর সঙ্গে দৌড়ান ঈশান কিষাণও। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি বিরাট কোহলি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশ্য এই বলে চার হয়।
Siraj is in some mood today🤣🤣🔥🔥#INDvsSL pic.twitter.com/XM6FnERAO9
— Awadhesh Mishra (@annnnshull) September 17, 2023
সিরাজ চতুর্থ ওভার শেষ করেন ধনঞ্জয় ডি সিলভার (৪) উইকেট নিয়ে। এরপর ষষ্ঠ ওভারে অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড আউট করেন সিরাজ। মাত্র ১২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শুরুর ৬ ওভারের মধ্যে যে ভাবে বল হাতে ভেলকি দেখালেন সিরাজ, তাতে শ্রীলঙ্কান ভক্তরা ভাবছেন, দল ৫০ রানও স্কোরবোর্ডে তুলতে পারবে তো?
W . W W 4 W! 🥵
Is there any stopping @mdsirajofficial?! 🤯The #TeamIndia bowlers are breathing 🔥
4️⃣ wickets in the over! A comeback on the cards for #SriLanka?Tune-in to #AsiaCupOnStar, LIVE NOW on Star Sports Network#INDvSL #Cricket pic.twitter.com/Lr7jWYzUnR
— Star Sports (@StarSportsIndia) September 17, 2023