Mohammed Siraj: একাই ৫ উইকেট সাবাড়! বল করেই বাউন্ডারির দিকে দৌড়ালেন মহম্মদ সিরাজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 17, 2023 | 5:31 PM

Asia Cup 2023 Final, IND vs SL: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চলছে এশিয়া কাপ ফাইনাল। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তাঁর এই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা কার্যত প্রথম ৫ ওভারের মধ্যেই বুঝিয়ে দিলেন ভারতীয় তারকা মহম্মদ সিরাজ।

Mohammed Siraj: একাই ৫ উইকেট সাবাড়! বল করেই বাউন্ডারির দিকে দৌড়ালেন মহম্মদ সিরাজ
Mohammed Siraj: একাই ৫ উইকেট সাবাড়! বল করেই বাউন্ডারির দিকে দৌড়ালেন মহম্মদ সিরাজ

Follow Us

কলম্বো: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) একাই একশো মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। W 0 W W 4 W… এখানেই শেষ নয়। ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ সিরাজ মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উইকেট নেওয়ার জন্য মুখিয়ে আছেন। শ্রীলঙ্কাকে তছনছ করার সংকল্প নিয়ে যেন মাঠে নেমেছেন তিনি। এক ওভারে মাত্র ৪ রান দিয়ে চার উইকেট নেওয়ার পর সিরাজ থেমে থাকেননি। তাড়াতাড়ি ফাইফারও (৫ উইকেট) পূর্ণ করে ফেলেন সিরাজ। তাঁর কোটা পূরণ হওয়ার আগে যে আর অঘটন ঘটাবেন না, কে বলতে পারে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি ৫ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। তিনে নামা কুশল মেন্ডিস ছাড়া শ্রীলঙ্কার টপ অর্ডারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন সিরাজ-বুমরা। ইনিংসের প্রথম ওভারে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরা। এরপর দায়িত্ব নিয়ে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন সিরাজ। চতুর্থ ওভারে সিরাজ যা জাদু দেখালেন, তা ভোলার নয়।

চতুর্থ ওভারের প্রথম বলে সিরাজ তুলে নেন পাথুম নিশঙ্কার (২) উইকেট। রবীন্দ্র জাডেজা ডানদিকে লাফ দিয়ে দু’হাত দিয়ে ক্যাচ ধরে নেন। পরের বলটা ডট হয়। এরপর ওভারের তৃতীয় বলে সাদিরা সমরবিক্রমা এলবিডব্লিউ হয়ে ফেরেন। রিভিউ নিয়েছিলেন। কাজে লাগেনি। পরের বলেই চরিথ আসালঙ্কাকে ফেরান সিরাজ। কভারে ক্যাচ নেন ঈশান কিষাণ। শূন্যে ফেরেন আসালঙ্কা। এর পরের বল ধনঞ্জয় ডি সিলভা মিড অনের দিকে মারেন। তিন উইকেট নিয়ে এত উত্তেজিত ছিলেন সিরাজ যে, বল করে তিনি দৌড় লাগান বাউন্ডারি আটকাতে। তাঁর সঙ্গে দৌড়ান ঈশান কিষাণও। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি বিরাট কোহলি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশ্য এই বলে চার হয়।

সিরাজ চতুর্থ ওভার শেষ করেন ধনঞ্জয় ডি সিলভার (৪) উইকেট নিয়ে। এরপর ষষ্ঠ ওভারে অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড আউট করেন সিরাজ। মাত্র ১২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শুরুর ৬ ওভারের মধ্যে যে ভাবে বল হাতে ভেলকি দেখালেন সিরাজ, তাতে শ্রীলঙ্কান ভক্তরা ভাবছেন, দল ৫০ রানও স্কোরবোর্ডে তুলতে পারবে তো?

 

Next Article