কলকাতা: ইস্টবেঙ্গল এখন খবরের বাইরে। মোহনবাগান কাল নামছে আইএসএল ফাইনাল খেলতে। মুম্বই সিটি এফসিকে হারাতে পারলে এই মরসুমে ত্রিমুকুট হবে। বাগান সমর্থকরা যখন তেতে রয়েছেন, তখন ময়দানে ফের জেগে উঠছে তৃতীয় প্রধান। আই লিগ জেতার পরই আইএসএল খেলার টিকিট পেয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং। এ বার দেশের সেরা লিগে খেলার জন্য সরাসরি হাজির মহারাজের দরবারে। এই মহারাজ আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইএসএলে খেলার জন্য বিপুল অর্থের প্রয়োজন। প্রথম সারির দলগুলোর সঙ্গে লড়াই করার জন্য নামী বিদেশি নিতে গেলে বড় স্পনসর দরকার। সূত্রের খবর, সেই চাহিদা মেটাতেই সৌরভের সঙ্গে কথা বলছে মহমেডান। সাদা-কালো শিবিরের ডাকে সাড়া দিতে চলেছেন সৌরভ।
খবর এখানেই শেষ নয়, মহমেডানের কর্তারা আইএসএলে পা দেওয়ার আগে এক তারকার সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। তিনি আর কেউ নন, রয় কৃষ্ণা। মোহনবাগানে একসময় খেলে যাওয়া কৃষ্ণা এ বারের আইএসএলেও দুরন্ত সফল। ওডিশা এফসির হয়ে ১৩টা গোল করেছেন তিনি। অনেক টিমই তাঁকে পেতে চাইছে। কৃষ্ণার প্রথম পছন্দ কলকাতা। তাঁর এজেন্টের সঙ্গে কথা বলতেও শুরু করেছে সাদা-কালো শিবির। সব যদি ঠিকঠাক থাকে, আগামী মরসুমে আইএসএলে আবার কলকাতায় খেলবেন কৃষ্ণা। যা শোনা যাচ্ছে, কৃষ্ণাও নাকি প্রাথমিক ভাবে কলকাতায় খেলতে আগ্রহী। তাই মহমেডান মরিয়া হয়ে নেমেছে তাঁকে পেতে।
সৌরভের মারফত এক জার্মান সংস্থার সঙ্গে কথা চালাচ্ছেন মহমেডান কর্তারা। এদেশে গার্মেন্টস, কেমিক্যালের ব্যবসা রয়েছে সেই সংস্থার। ওই সংস্থাকে পেলে বড় স্পনসর পেয়ে যাবে ক্লাব। তবে বাঙ্কারহিল ইনভেস্টর হিসেবে থাকছে। অ্যাসোসিয়েট স্পনসর হিসেবে সংস্থাগুলোর সঙ্গে কথা বলছে মহমেডান।