Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Pakistan: বোর্ডের তহবিলে টাকা চাই, ‘চেয়ার’ বেচে দিলেন পিসিবি প্রধান!

Pakistan Cricket, Dubai: প্রতিযোগিতার দ্বিতীয় দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত-পাক ম্যাচের টিকিট অনেক আগেই শেষ। প্রকাশ্যে এল নতুন খবর।

India vs Pakistan: বোর্ডের তহবিলে টাকা চাই, 'চেয়ার' বেচে দিলেন পিসিবি প্রধান!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Feb 17, 2025 | 8:39 PM

চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষা শেষের পথে। ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মিনি বিশ্বকাপ। তবে সকলের বাড়তি অপেক্ষা ২৩ ফেব্রুয়ারি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামছে আয়োজক পাকিস্তান। তারা আয়োজক হলেও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচই দুবাইয়ে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত-পাক ম্যাচের টিকিট অনেক আগেই শেষ। প্রকাশ্যে এল নতুন খবর।

পাকিস্তান সংবাদমাধ্যমই খবর করেছে। সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। ভারত-পাকিস্তান ম্যাচেও তাঁর জন্য ছিল হসপিটালিটি বক্স। যদিও তিনি সেটি বেচে দিয়েছেন। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোর্ডের তহবিল বাড়ানোর জন্যই এই উদ্যোগ নিয়েছেন মহসিন নকভি। পিসিবি প্রেসিডেন্টের যে হসপিটালিটি বক্স ছিল, ভারতীয় মুদ্রায় তার দাম প্রায় ৯৪ লক্ষ টাকা। বক্সে ৩০টি সিট। পুরোটা বিক্রি করে দিয়েছেন পিসিবি প্রধান।

সে দেশের সংবাদমাধ্যমে আরও বলা হচ্ছে, বাকি সমর্থকদের সঙ্গেই ভারত-পাক ম্যাচ দেখবেন বলে এই সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড প্রধান। আইসিসি এবং আরব আমির শাহি ক্রিকেট বোর্ডকেও সে কথা জানিয়েছেন মহসিন নকভি। সমর্থকদের সঙ্গে ম্যাচ উপভোগ করতে চান তিনি। পিসিবি প্রধান আরও জানিয়েছেন, পাকিস্তানের বাকি ম্যাচগুলিতেও তিনি তাই করবেন। দীর্ঘ ৩০ বছর পর পাকিস্তান কোনও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে। খরচের যা ধাক্কা, তা সামলে ওঠাই দায়। স্টেডিয়াম সংস্কারে ইতিমধ্যেই প্রচুর খরচ হয়েছে পাক বোর্ডের।