
আমেদাবাদ: তেইশের বিশ্বকাপে (ICC World Cup 2023) সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় জ্বলজ্বল করছে বিরাট কোহলির (Virat Kohli) নাম। ঠিক একইভাবে সবরমতীর পাড়ে ভারতের (India) পাশে যদি বিশ্ব চ্যাম্পিয়ন লেখা ফুটে উঠত, সোনায় সোহাগা হত। কিন্তু কোথায় কী! এক যুগের অপেক্ষার অবসান হল না। টানা দশ ম্যাচে জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। রবি-রাতে এক নিমেষে উধাও সেই জয়রথের হাসি। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। ফের একবার ট্রফির সামনে পৌঁছও স্বপ্নপূরণ হল না ভারতের। টুর্নামেন্টের সর্বাধিক রান করা ক্রিকেটার, সর্বাধিক উইকেট নেওয়া বোলার, সবচেয়ে বেশি চার-ছয় মারা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয়দের নাম। শুধু ট্রফিটাই এল না। বিরাটের ক্ষতটা যেন একটু বেশিই। কারণ, টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু যা মনেপ্রাণে চেয়েছিলেন, সেটাই পেলেন না। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ১০ ক্রিকেটারদের তালিকা।
এক ঝলকে দেখে নিন এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ১০ ব্যাটার কারা —