Most Wicket in ICC ODI World Cup: ওডিআই বিশ্বকাপে বোলারদের তালিকায় বুমরার রাজ...
কলকাতা: বিশ্বকাপে (ICC ODI World Cup) পয়েন্ট টেবলের শীর্ষে এখন মেন ইন ব্লু। সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকাতেও শীর্ষে ভারতেরই এক বোলার। এ বারের বিশ্বকাপে খেলছে মোট ১০ দল। ভারতের ১০টি শহর জুড়ে টুর্নামেন্ট চলছে। দেশ-বিদেশ জুড়ে ক্রিকেট ভক্তরা নজর রেখেছেন আইসিসির এই মেগা ইভেন্টে। সকলের নজর যেমন রয়েছে পয়েন্ট টেবলে। তেমনই ক্রিকেট ভক্তরা মাঝে মাঝে দেখে নিচ্ছেন এখনও অবধি এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিলেন কোন বোলার। সবেচেয়ে বেশি রানই বা করলেন কে। এখনও অবধি আইসিসির এই টুর্নামেন্টের ১৩টি ম্যাচের পর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন চলতি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় প্রথম ১০-এ রয়েছেন কারা।
ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকা (প্রথম ১০) —
- জসপ্রীত বুমরা – ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা এখনও অবধি চলতি বিশ্বকাপের ৩ ম্যাচে খেলে ৮টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৩.৪৪। তিনি রান খরচ করেছেন ১৪৬। ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন বুমরা।
- মিচেল স্যান্টনার – নিউজিল্যান্ডের তারকা বোলার মিচেল স্যান্টনার ৩ ম্যাচে খেলে নিয়েছেন ৮টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৪.২৩। তিনি খরচ করেছেন ১২৭ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকা দ্বিতীয় স্থানে রয়েছেন স্যান্টনার।
- ম্যাট হেনরি – কিউয়ি বোলার ম্যাট হেনরি ৩ ম্যাচে খেলে ৮টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৫.১২। তিনি খরচ করেছেন ১৪৬ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হেনরি।
- হাসান আলি – পাকিস্তানের তারকা বোলার হাসান আলি এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৩ ম্যাচে খেলেছেন। নিয়েছেন ৭টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৬.০০। ১৩৪ রান দিয়েছেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন হাসান আলি।
- সাকিব আল হাসান – বাংলাদেশের অধিনায়ক, তারকা অলরাউন্ডার ৩টি ম্যাচে খেলে নিয়েছেন ৫টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৪.৮৫। সাকিব ১৩৬ রান খরচ করেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় পাঁচে সাকিব।
- হ্যারিস রউফ – পাক তারকা বোলার হ্যারিস রউফ ৩ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। খরচ করেছেন ১৫০ রান। তাঁর ইকোনমি রেট ৬.০০। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ছয়ে হ্যারিস রউফ।
- কাগিসো রাবাডা – প্রোটিয়া তারকা বোলার কাগিসো রাবাডা ২ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তাঁর ইকোনমি রেট ৫.২৪। তিনি খরচ করেছেন ৮৩ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ৭ নম্বরে রাবাডা।
- রশিদ খান – আফগানিস্তানের তারকা রশিদ খান ৩টি ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট। তাঁর ইকোনমি রেট ৫.৩৫। রশিদ খরচ করেছেন ১৪২ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় আট নম্বরে আফগান স্পিনার রশিদ খান।
- বাস ডি লিড – নেদারল্যান্ডসের বোলার বাস ডি লিড ২ ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৬.৬৩। তিনি খরচ করেছেন ১২৬ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় নয় নম্বরে ডাচ তারকা লিড।
- শরিফুল ইসলাম – বাংলাদেশের শরিফুল ইসলামের ইকোনমি রেট ৬.২৮। ১৫২ রান খরচ করে তিন ম্যাচে তিনি নিয়েছেন ৫ উইকেট। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দশে রয়েছেন শরিফুল।
(প্রসঙ্গত, ভারতের হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজার ঝুলিতেও রয়েছে ৫টি করে উইকেট)