দুবাই: ওয়ার্ম আপ (Warm Up Match) ম্যাচে ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচের আগেই দুবাইয়ে দেখা দুই কিংবদন্তির। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আর ক্রিস গেইলের (Chris Gayle)। সুপার টুয়েলভ শুরুর আগে প্রত্যেকেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে। গেইল এখনও বিশ্বকাপের দলে ক্রিকেটার হিসেবে থাকলেও ধোনির ভূমিকা পাল্টেছে। তিনি এখন বিরাটদের মেন্টর। মাঠের বাইরে থেকেই টিম ইন্ডিয়াকে পরামর্শ দেবেন ক্যাপ্টেন কুল।
প্রথম ওয়ার্ম আপ ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ হেরে গিয়েছে পাকিস্তানের কাছে। তবে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়েই দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে দেখা ধোনি-গেইলের। আইপিএলের মাঝপথেই সরে দাঁড়িয়েছিলেন ক্রিকেটের ইউনিভার্স বস (Universe Boss)। টানা বায়ো বাবলে থাকতে হওয়ায় মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন গেইল। তাই কিংস ইলেভেন পঞ্জাবের শিবির ছেড়ে দেন ক্যারিবিয়ান কিং। ২০ ওভারের ফরম্যাটে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই দু’বারই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্রিস গেইল। এমনকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও (২০১৬) চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ধোনির সঙ্গে বেশ আনেকক্ষণই কথা বলেন গেইল। বিসিসিআইয়েরর টুইটে ক্যাপশন- এক ফ্রেমে দুই কিংবদন্তি। স্মরণীয় মুহূর্ত।
Two legends ?
One memorable moment ?When @msdhoni & @henrygayle caught up. ? ?#TeamIndia #T20WorldCup pic.twitter.com/mBOyJ3oe2K
— BCCI (@BCCI) October 18, 2021
২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারত। প্রথম ম্যাচেই চিরশত্রুর সামনে বিরাটরা। এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। দুই দেশের ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল নেটওয়ার্কে একে অপরের দিকে গোলাগুলিও ছুড়তে শুরু করে দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটাররাও উদ্বুদ্ধ করছেন নিজেদের দেশের ক্রিকেটারদের। বিশ্বকাপের আসরে এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সে ৫০ ওভারের ফরম্যাটে হোক, কিংবা টি-টোয়েন্টিতে। জয় অধরাই থেকেছে পাকিস্তানের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির চওড়া ব্যাটে পাকিস্তানকে হারায় ভারত। এ বারও সেই ধারা বজায় রাখতে তৈরি টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক ফেরাতে মরিয়া পাকিস্তান