Bangla NewsSportsCricket news MS Dhoni and Virat Kohli is not India's richest cricketer so Who is India's richest cricketer
ধোনি-বিরাট নন, তা হলে কে ভারতের সব থেকে ধনী ক্রিকেটার?
ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketer) ক্রিকেটের চুক্তির পাশাপাশি, ক্রিকেট বহির্ভূত চুক্তির মাধ্যেমেও অনেক অর্থ উপার্জন করেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফ থেকেও বেশ ভালো বেতনই দেওয়া হয় ক্রিকেটারদের। তা ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের বিজ্ঞাপণ থেকেও প্রচুর অর্থ পান ক্রিকেটাররা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের ৫ ধনী ক্রিকেটার কারা...