MS Dhoni IPL Performance: সুপার কিংসের প্রাণভোমরা ‘থালা’র জন্মদিন, আইপিএলে পারফরম্যান্স দেখে নিন

Happy Birthday MS Dhoni: চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও অবধি ২২০টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে ২৫০ ম্যাচ খেলে ৫০৮২ রান করেছেন ধোনি। রয়েছে ২৪টি হাফসেঞ্চুরি।

MS Dhoni IPL Performance: সুপার কিংসের প্রাণভোমরা থালার জন্মদিন, আইপিএলে পারফরম্যান্স দেখে নিন
Image Credit source: IPL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 07, 2023 | 8:00 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্মলগ্ন থেকেই খেলছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসে সই করেছিলেন তিনি। উদ্বোধনী সংস্করণ থেকেই সিএসকে-র নেতৃত্ব মাহির হাতেই। চেন্নাই যত মরসুম খেলেছেন, প্রতিটা মরসুমে এই দলের হয়েই খেলেছেন মাহি। চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই তাঁর ঘর-বাড়ি হয়ে উঠেছে। নতুন পরিচিতি গড়ে উঠেছিল, ‘থালা’ বা ক্যাপ্টেন হিসেবে। সুপার কিংস এবং চেন্নাইয়ের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক অটুট। মাঝে দু-মরসুম চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকায় অন্য দলে (রাইজিং পুনে সুপার জায়ান্টস) খেলতে বাধ্য হয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর পারফরম্যান্স, সাফল্য। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব মিলিয়ে ২৫০ ম্যাচ খেলেছেন মাহি। এ বার আইপিএলের ১৬তম সংস্করণ হল। উদ্বোধনী মরসুম থেকে ১৪ বার আইপিএল খেলেছে সিএসকে এবং তার অংশ থেকেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ১৫তম সংস্করণে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে। যদিও চোট এবং নেতৃত্বের চাপে জাডেজার পারফরম্যান্সেও প্রভাব পড়ে। জাড্ডু ছিটকে যাওয়ায় ফের দায়িত্ব সামলান মাহিই। গড়াপেটা কান্ডে ২০১৬ এবং ২০১৭ সালে নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস। ২০১৮ সালে প্রত্যাবর্তন। সে-বছর, ২০২১ এবং ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সব মিলিয়ে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে। প্রতিবারই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত আইপিএলে পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মাকে ছুঁয়েছেন ধোনি।

চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও অবধি ২২০টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে ২৫০ ম্যাচ খেলে ৫০৮২ রান করেছেন ধোনি। রয়েছে ২৪টি হাফসেঞ্চুরি। লোয়ার অর্ডারে ব্যাট করায়, তাঁর কোনও শতরান নেই আইপিএলে। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। যেটা তিনি ২০১৯ আইপিএলে করেছিলেন। চেন্নাই সুপার কিংসকে ২১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমএসএডি। জিতেছেন ১২৬টি ম্যাচ। সব মিলিয়ে ১০ বার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। পাঁচ বারই চ্যাম্পিয়ন। তবে আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনাল মাহির কেরিয়ারের শেষ ম্যাচ কীনা, নিশ্চিত নয়। আগামী বছরও খেলার ইচ্ছে প্রকাশ করেছেন মহেন্দ্র সিং ধোনি।