MS Dhoni: ফার্মহাউসে পতাকা উত্তোলন করলেন মাহি, নেটদুনিয়ায় ছড়াল ছবি…

Jan 27, 2024 | 12:26 AM

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এক ভিডিয়ো। যা শেয়ার করেছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। বর্তমানে রাঁচিতে নিজের বিলাসবহুল ফার্ম হাউসে রয়েছেন মাহি। ইন্সটাগ্রামে ধোনি পত্নীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে ধোনির ফার্ম হাউস কৈলাশপতিতে ভারতের পতাকা উত্তোলন হয়েছে। হাওয়াতে সেটি উড়ছে। এবং পতাকাটির দিকে তাঁকিয়ে রয়েছেন ধোনি।

MS Dhoni: ফার্মহাউসে পতাকা উত্তোলন করলেন মাহি, নেটদুনিয়ায় ছড়াল ছবি...
ফার্মহাউসে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেছেন ধোনি।
Image Credit source: X

Follow Us

রাঁচি: পুরো দেশ জুড়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালিত হল। সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের ক্রীড়াবিদরা প্রজাতন্ত্র দিবস পালন করেছেন। তাঁদের বাড়িতে পতাকা উত্তোলন করেছেন। এমন দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এক ভিডিয়ো। যা শেয়ার করেছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। বর্তমানে রাঁচিতে নিজের বিলাসবহুল ফার্ম হাউসে রয়েছেন মাহি। ইন্সটাগ্রামে ধোনি পত্নীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে ধোনির ফার্ম হাউস কৈলাশপতিতে ভারতের পতাকা উত্তোলন হয়েছে। হাওয়াতে সেটি উড়ছে। এবং পতাকাটির দিকে তাঁকিয়ে রয়েছেন ধোনি। মাহি ভক্তদের সোশ্যাল মিডিয়া ওয়ালে ঘুরছে এই ভিডিয়ো।

ধোনির ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর পরণে রয়েছে একটি কালো জ্যাকেট। লম্বা চুল এবং মুখ ভর্তি কাঁচা-পাকা দাঁড়ি। এ ছাড়াও সাক্ষী তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তাঁদের ফার্মহাউসের বেশ কিছু দৃশ্য। এবং পোষ্যর সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সময় কাটানোর একটি ছবিও দিয়েছেন সাক্ষী।

মাহিকে নিয়ে তাঁর অনুরাগীদের ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। আগামী আইপিএলে তাঁকে ফের সিএসকে জার্সিতে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। আইপিএল শুরু হতে দেরি থাকলেও, ধোনি নিয়মিত জিম করছেন। প্রায়শই তাঁর জিম সেশনের ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনির এক বড় ভক্তর ছবি। যে ধোনির দেওয়া অটোগ্রাফ বদলে নিয়েছেন ট্যাটুতে।