রাঁচি: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেন এক উপকথা। ভারতীয় মননে স্থায়ী জায়গা করে নেওয়া রূপকথা বললেও কম বলা হয়। বাইশ গজে তিনি থাকুন আর নাই থাকুন, মানুষের মনে থাকেন। থাকবেনও। আইপিএলের (IPL) সময় মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে তীব্র উন্মাদনা ছিল। যে মাঠে খেলেছেন, তাঁকে দেখার জন্য হামলে পড়েছে জনতা। মাঠের বাইরেও ধোনি একই রকম ক্যাপ্টেন। কারও সমস্যায় ঠিক পাশে দাঁড়ান। সে তাকে চিনুন আর নাই চিনুন। রাঁচিতে এ বার এমন কিছু করলেন ধোনি, যা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছেন। নতুন প্রজন্মের কাছে কেন আইডল ধোনি, আরও একবার প্রমাণ হয়ে গেল। তাঁর একটি ভিডিও ফের হয়েছে ভাইরাল। TV9Bangla Sports এ বিস্তারিত।
আমেরিকা সফরে গিয়েছিলেন কিছুদিন আগে। ইউএস ওপেনের গ্যালারিতে ছিলেন ধোনি। কার্লোস আলকারাজের ম্যাচও দেখেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফও খেলতে দেখা গিয়েছে তাঁকে। মার্কিন মুলুক থেকে ফিরে এসেছেন সদ্য। ফিরেই ধোনি আবার শিরোনামে। গত আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছিল ধোনিকে। তারপর ফিরেছেন নেটে। রাঁচিতে ট্রেনিংও করছেন। আগামী আইপিএল তিনি খেলবেন, এমনও বলা হচ্ছে। ধোনিকে ফের মাঠে দেখা যাবে কিনা, সেটা ধোনিই বলতে পারবেন। ধোনি কিন্তু নিয়মিত প্র্যাক্টিস করছেন, যা আশার আলো দেখাচ্ছে তাঁর ভক্তদের। তার মধ্যেই এক আশ্চর্য ঘটনা ঘটালেন। ট্রেনিং শেষে এক তরুণ ক্রিকেটারকে তাঁর ইয়ামাহা ৩৫০ সিসি বাইকের পিছনে বসিয়ে রাঁচির রাস্তায় বেরিয়ে পড়লেন। এই ক্রিকেটার ধোনির সঙ্গেই প্র্যাক্টিস করছিলেন। তাঁকে রাঁচির কোথাও একটা ড্রপ করে দেওয়ার জন্য় সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলেন।
Nothing to see here. Just #MSDhoni living his best semi retired life and a very lucky young cricketer who got a lift on his #YAMAHA RD350. 🏍️ #Jharkhand #Dhoni #msd #mahi #ranchi pic.twitter.com/EipYkBptsU
— Jharkhand Jatra (@JharkhandJatraa) September 15, 2023
বাইকের প্রতি ধোনির নেশা সর্বজনবিদিত। তাঁর গ্যারাজে অসংখ্য নানা ব্র্যান্ডের বাইক রয়েছে। যার মধ্যে পুরনো, নতুন সব ধরনের বাইকই রয়েছে। ইয়ামাহা ডাবল সিলিন্ডার ৩৫০ সিসির বাইক চড়তে এর আগেও দেখা গিয়েছে ধোনিকে। ধোনি বিশ্ব ক্রিকেট দুনিয়ার আইডল হলেও জীবনযাপন অত্যন্ত সাধারণ। যে কারণে আরও বেশি করে নজর কেড়ে নেন তিনি।