MS Dhoni: ডাইভ দিতে গিয়ে চোট ধোনির! মাহির ফিটনেসে আঙুল তুললেন চেন্নাই কোচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 01, 2023 | 3:41 PM

CSK, IPL 2023: গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এই নিয়ে তৃতীয় বার চেন্নাই সুপার কিংসকে হারাল।

MS Dhoni: ডাইভ দিতে গিয়ে চোট ধোনির! মাহির ফিটনেসে আঙুল তুললেন চেন্নাই কোচ
ডাইভ দিতে গিয়ে চোট ধোনির! মাহির ফিটনেসে আঙুল তুললেন চেন্নাই কোচ
Image Credit source: IPL Website

Follow Us

আমেদাবাদ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুম এলেই মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) দেখা যায় ২২ গজে। বছরের বাকি সময়টা তিনি ক্রিকেট থেকে দূরে থাকেন। আইপিএল-১৬ (IPL) শুরু হয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই আইপিএলে খেলেই ধোনি অবসর নিয়ে নিতে পারেন এমনটা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল। এই সম্ভবনা সত্যিই প্রবল। ৪১ এর ধোনি এখনও নিজেকে ফিট রাখার জন্য বেশ কসরত করেন। কিন্তু খানিক হলেও বয়স তো প্রভাব ফেলেই। তাই কেরিয়ারের শেষ আইপিএলে নিজের ফিটনেস নিয়ে মাহি বেশ সতর্ক। সব সতর্কতা অবলম্বন করার কথা ভাবলেও অনেক সময় করা যায় না। মাঠের মধ্যে ম্যাচ চলাকালীন পরিস্থিতি আলাদা হয়। এ বারের আইপিএলের প্রথম ম্যাচেই গুজরাটের বিরুদ্ধে ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছেন ধোনি। ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে ধোনির অস্বস্তিতে পড়া ছবিও। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

একটি চার আটকে গিয়ে চোট পেলেন মাহি!

আসলে গুজরাট টাইটান্সের ইনিংসের সময় মহেন্দ্র সিং ধোনি ডাইভ দিয়ে একটি বাউন্ডারি আটকানোর চেষ্টা করেছিলেন। তিনি সেই বাউন্ডারি আটকাতে পারেননি, উল্টে ডাইভ দেওয়ার সময় চোট পান। ধোনি ডাইভ দেওয়ার পর যখন উঠে দাঁড়ান তখন হাঁটুতে অল্প সমস্যাও অনুভব করেন। সিএসকে প্রেমীরা আশা করছেন যে ধোনি খুব বেশি আঘাত পাননি। কারণ চেন্নাই শিবিরের জন্য ধোনির প্রতিটি ম্যাচ খেলা খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়কত্বের পাশাপাশি তিনি এখনও পর্যন্ত একজন সেরা ফিনিশারই আছেন।


৫ উইকেটে হেরে আইপিএল-১৬-র যাত্রা শুরু করেছে সিএসকে। উদ্বোধনী ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানান, ধোনি এখনও দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। তিনি বলেন, ‘ও প্রাক-মরসুমের পুরো মাস জুড়ে হাঁটুর ব্যথায় ভুগছিল। ম্যাচে ওর একটা ক্র্যাম্প হয়েছিল, ওটা হাঁটুর ব্যথা ছিল না। ও ১৫ বছর আগের মতো দ্রুত এবং ক্ষিপ্রগতিতে এগোতে পারছে না। তবে এখনও ও দলের একজন দুর্দান্ত নেতা এবং এমনকি ব্যাট হাতেও ও এখনও দুরন্ত ভূমিকা পালন করে চলেছে। ধোনি নিজের সীমাবদ্ধতা জানে এবং ও মাঠে থাকা মানেই একজন মূল্যবান প্লেয়ারকে পাচ্ছে দল। ও একজন কিংবদন্তি, তাই না?’

Next Article