MS Dhoni: ‘ধোনি চমকে পূর্ণ…’, সিএসকে ক্যাপ্টেনের আইপিএল ভবিষ্যৎ নিয়ে কী বললেন এবিডি?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 30, 2023 | 5:31 PM

IPL 2024: চব্বিশের আইপিএলের নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন তালিকা এবং রিলিজ় ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সিএসকে (CSK) শিবির ধরে রেখেছে ধোনিকে। তা দেখার পর থেকে ধোনিভক্তকূলে খুশির হাওয়া। চেন্নাই সুপার কিংসে আগামী মরসুমে খেলবেন ধোনি, তা জানার পর সুদূর দক্ষিণ আফ্রিকাতেও একজন বিরাট খুশি। তিনি প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স।

MS Dhoni: ধোনি চমকে পূর্ণ..., সিএসকে ক্যাপ্টেনের আইপিএল ভবিষ্যৎ নিয়ে কী বললেন এবিডি?
MS Dhoni: 'ধোনি চমকে পূর্ণ...', সিএসকে ক্যাপ্টেনের আইপিএল ভবিষ্যৎ নিয়ে কী বললেন এবিডি?

Follow Us

নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) একাধিক দেশ-বিদেশের ক্রিকেটারদের ভীষণ প্রিয়। এখন শুধু আইপিএলে (IPL) তাঁকে ২২ গজে খেলতে দেখা যায়। চব্বিশের আইপিএলের নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন তালিকা এবং রিলিজ় ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সিএসকে (CSK) শিবির ধরে রেখেছে ধোনিকে। তা দেখার পর থেকে ধোনিভক্তকূলে খুশির হাওয়া। চেন্নাই সুপার কিংসে আগামী মরসুমে খেলবেন ধোনি, তা জানার পর সুদূর দক্ষিণ আফ্রিকাতেও একজন বিরাট খুশি। তিনি প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স। তাঁর কথায় ‘ধোনি চমকে পূর্ণ…’। সিএসকে ক্যাপ্টেনের আইপিএল ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন এবিডি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স আইপিএল-২০২৪ এর জন্য সিএসকের রিটেনশন তালিকা দেখে বিরাট খুশি হয়েছেন। কারণ সেখানে রয়েছে ধোনির নাম। নিজের ইউটিউব চ্যানেলে এবিডি বলেছেন, ‘রিটেনশন তালিকায় আমি ওই মানুষটার নাম (মহেন্দ্র সিং ধোনি) দেখে খুশি হয়েছি। গত মরসুমে বার বার আলোচনা হয়েছিল, আইপিএলের আগামী মরসুমে ও খেলবে কিনা। ও ২০২৪ সালের আইপিএলেও খেলবে। সত্যিই ও চমকে পূর্ণ। কে বলতে পারে, এমনচা হতেই পারে ও আরও ৩টে মরসুম খেলবে? কিন্তু ওর নাম রিটেনশন তালিকায় দেখে সত্যিই খুব ভালো লেগেছে।’

এবিডি এ বার ২০২৪ আইপিএল নিলাম টেবলে সিএসকের চমক দেখার অপেক্ষায় রয়েছেন। কারণ, এবি ডে ভিলিয়ার্স মনে করেন সিএসকে আইপিএলের নিলামে অন্যান্য দলের রিলিজ় করে দেওয়া ক্রিকেটারদের নেওয়ার ব্যাপারে ওস্তাদ। মাহি প্রতিনিয়ত চমকে দেওয়ার ক্ষমতা রাখেন। ধোনি মানুষটাই এমন। ২০২৩ সালের আইপিএলে হাঁটুতে চোট নিয়েই খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবং সিএসকেকে পঞ্চম আইপিএল খেতাব জিততেও সাহায্য করেছিলেন ধোনি। গত আইপিএলে ১৬ ম্যাচে ১০৪ রান করেছিলেন ধোনি।

Next Article