চেন্নাই: ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর অনুরাগীর তালিকাটাও বিস্তর লম্বা। বর্তমানে মহেন্দ্র সিং ধোনি আইপিএলে (IPL) ব্যস্ত। ঘরের মাঠে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে মাহির চেন্নাই সুপার কিংস (CSK)। ১৬তম আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) জানিয়েছেন, তাঁর মতে মহেন্দ্র সিং ধোনির মতো কোনও ক্রিকেটার আর ভারতে নেই। ভাজ্জি ও মাহি জাতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি সিএসকের সতীর্থ। ‘ধোনি সবার শীর্ষে’ বলার পাশাপাশি আর কী বললেন টার্বুনেটর? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে জাতীয় দলে এবং আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসে দীর্ঘ সময় খেলেছেন হরভজন সিং। ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ২০১১ সালে ধোনির ক্যাপ্টেন্সিতে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতে এসেছিল ধোনির নেতৃত্বেই। আইপিএলে তাঁর নেতৃত্বে চার বার চ্যাম্পিয়ন ও ৫ বার রানার্স আপ হয়েছে চেন্নাই সুপার কিংস। শুধু তাই নয়, ৪১ বছর বয়সেও রেকর্ড বুকে মাঝে মাঝেই ঢুকে পড়ছেন মহেন্দ্র সিং ধোনি।
প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি ম্যাচে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই আইপিএলের রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন ধোনি। হরভজন বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি এক ও অদ্বিতীয়। ভারতে ওর থেকে বড় আর কোনও ক্রিকেটার নেই। ওর থেকে অনেকেই হয়তো বেশি রান করেছে। আবার ওর থেকে বেশি উইকেটও নিয়েছে অনেকে। কিন্তু ধোনির থেকে বেশি অনুরাগীর সংখ্যা এই দেশে আর কারও নেই।’
ধোনি নামটার সঙ্গে একটা আবেগ জড়িয়ে। দেশের জার্সিতে আর তিনি খেলেন না। তাই বছরভর মাহি ভক্তরা এপ্রিল-মে মাসের অপেক্ষায় থাকেন। কখন তারা তাদের প্রিয় ‘থালা’ কে দেখবেন ২২ গজে অ্যাকশনে। জনপ্রিয়তার নিরিখেও তিনি শীর্ষেই রয়েছেন। ভাজ্জি বলেন, ‘সতীর্থদের বেশ সম্মান করে মাহি। ওর প্রতি ভক্তদের যে সমর্থন, ভালোবাসা দেখা যায় তা নিজের হৃদয়ে বন্দি করে রেখেছে ধোনি। গত ১৫ বছর ধরে এই ভালোবাসা, আবেগ নিজের মনের কোণে রেখে জমা রেখেছে ধোনি। তবুও ওর মধ্যে কিন্তু কোনও পরিবর্তন নেই।’