MS Dhoni, Watch Video : ব্যাট, কিপিং গ্লাভস ছেড়ে চেয়ার রং করলেন ধোনি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 27, 2023 | 5:08 PM

CSK, IPL 2023: সংস্কারের পর স্টেডিয়ামে আই, জে, কে তিনটে ব্লকও দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। চেন্নাইয়ে ক্রিকেট জনপ্রিয়তা তুঙ্গে। প্রত্যেক ম্যাচেই গ্যালারি হাউসফুল থাকে। আইপিএল খেলতে মুখিয়ে আছেন ধোনি নিজেও।

MS Dhoni, Watch Video : ব্যাট, কিপিং গ্লাভস ছেড়ে চেয়ার রং করলেন ধোনি
Image Credit source: twitter

Follow Us

চেন্নাই: দরজায় কড়া নাড়ছে আইপিএল। ৩১ তারিখ থেকে শুরু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্য়াঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। প্রথম ম্যাচেই মাঠে নামছে ধোনির চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আমেদাবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। তিন বছর বাদে হোম অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে আইপিএল। ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলার সুযোগ পেয়েছে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও। দর্শকরা যেমন প্লেয়ারদের স্বাগত জানাবেন নিজেদের মতো করে, এমএস ধোনি নিজের স্টাইলে সমর্থকদের জন্য় মাঠ প্রস্তুত করছেন! ব্যাট, কিপিং গ্লাভস ছেড়ে চেয়ার রং করার কাজে হাত লাগালেন এমএস ধোনি। চিপক স্টেডিয়ামের চেয়ার রং করতে দেখা গেল সিএসকে অধিনায়ককে। চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল পেজেই একটি ভিডিয়ো আপলোড করা হয়। সেখানে দেখা যায়, স্টেডিয়ামের চেয়ার রং করছেন ধোনি। সিএসকের ট্র্যাডিশনাল হলুদ রং দিয়ে চেয়ার রং করলেন ‘থালা’। কোভিডের কারণে গত দু’বছর দেশের মাটিতে আইপিএল হয়নি। এরই ফাঁকে নতুন ভাবে সাজিয়েছে চিপক স্টেডিয়াম। বিস্তারিত TV9Bangla-য়।

২০১৯ সালের পর সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয় চিপক স্টেডিয়ামে। সংস্কারের পর স্টেডিয়ামে আই, জে, কে তিনটে ব্লকও দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। চেন্নাইয়ে ক্রিকেট জনপ্রিয়তা তুঙ্গে। প্রত্যেক ম্যাচেই গ্যালারি হাউসফুল থাকে। আইপিএল খেলতে মুখিয়ে আছেন ধোনি নিজেও। ইতিমধ্যেই ধোনির বেশ কয়েকটি ছক্কা মারার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৪১ বছরের প্রাক্তন ভারত অধিনায়কের এটাই সম্ভবত শেষ আইপিএল মরসুম। যদিও অবসর নিয়ে এখনও সামনাসামনি মুখ খোলেননি ধোনি।

২ এপ্রিল ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে সিএসকের প্রতিদ্বন্দ্বী কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। সোমবারই কিছুক্ষণের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অনলাইনে ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের ঘিরে উন্মাদনা তুঙ্গে।

আইপিএলে সর্বাধিক পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বাণিজ্যনগরীর সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ চেন্নাইয়ের সামনে। ঘরের মাঠে বরাবরই বিধ্বংসী মেজাজে দেখা যায় সিএসকে-কে। এ বছরই ধোনির হাত ধরে মুম্বইয়ের রেকর্ড ছুঁতে চায় চেন্নাই সুপার কিংস।

Next Article