AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS DHONI: মাঠে মেজাজ না হারানোর কারণ ফাঁস করলেন ক্যাপ্টেন কুল

বুদ্ধিতে ভর করে অনেক হারা ম্যাচও জিতেছে ভারত। লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে ব্রেন ফ্যাক্টরও অন্যতম অস্ত্র হয়ে ওঠে।

MS DHONI: মাঠে মেজাজ না হারানোর কারণ ফাঁস করলেন ক্যাপ্টেন কুল
MS DHONI: মাঠে মেজাজ না হারানোর কারণ ফাঁস করলেন ক্যাপ্টেন কুলImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 23, 2022 | 5:42 PM
Share

নয়াদিল্লি: আ ক্যাপ্টেন অলওয়েজ কুল! কথাটা বললে একজনের মুখই ভেসে ওঠে। তিনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বিশ্ব ক্রিকেটে যিনি ‘ক্যাপ্টেন কুল’ নামে খ্যাত। যা খুশি হয়ে যাক, ধোনির বরফশীতল মাথা বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি চর্চিত। অতি উচ্ছ্বাসে যিনি গা ভাসান না, আবার অতি চাপেও যিনি রাগের বহিঃপ্রকাশ করেন না কিংবা মেজাজ হারান না। দেখে মনে হয়, যে কোনও জিনিসেই তিনি নির্বিকার, নির্লিপ্ত। কিন্তু তাঁর মাথার ভেতর চলে অন্য ক্যালকুলেশন। যে হিসেব নিকেষের মধ্যে লুকিয়ে থাকে বিপক্ষকে ঘায়েল করার অস্ত্র। ধোনির বুদ্ধিতে ভর করে অনেক হারা ম্যাচও জিতেছে ভারত। লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে ব্রেন ফ্যাক্টরও অন্যতম অস্ত্র হয়ে ওঠে।

এত বছর পর এমন বরফশীতল মানসিকতা তাঁর কেন বা কী ভাবে অর্জন করলেন, সেই রহস্য ফাঁস করলেন খোদ মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আইপিএলে যদিও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। জাতীয় দলের জার্সিতে হোক, কিংবা আইপিএলে- ধোনি সবখানেই সফল। সতীর্থদের খারাপ ফিল্ডিংয়েও ধোনি কখনও রেগে যাননি। তার কারণ কী? এক সাক্ষাৎকারে মাহি বলেছেন, ‘আমি সবসময় আবেগকে নিয়ন্ত্রণ রাখা চেষ্টা করি। কারণ দিনের শেষে আমিও একজন মানুষ।’

ক্যাপ্টেন কুল বলেন, ‘আমরা যখন মাঠে নামি, আমরা চাই না কেউ খারাপ ফিল্ডিং করুক। ক্যাচ মিস হোক কিংবা মারাত্মক ভুল হোক। যারা ভুল করে, আমি সব সময় তাদের জায়গা থেকে ভাবি। রাগ দেখিয়ে কোনও লাভ নেই। ৪০ হাজার দর্শক গ্যালারিতে বসে ভুল দেখে ফেলেছে। কোটিরও বেশি মানুষ টিভি, ডিজিটাল প্ল্যাটফর্মে সেই ভুল দেখেছে। আমি ভুলটা খোঁজার চেষ্টা করি। ঠিক কি কারণে ভুল হল, সেটা খতিয়ে দেখি।’

ধোনির এমন ঠান্ডা-ঠান্ডা কুল-কুল মানসিকতার সঙ্গে তুলনা চলে ভারতের অন্য অধিনায়কদের। বিরাট কোহলির তুলনা হয়েছে। এখন হচ্ছে রোহিত শর্মার। মাহি কিন্তু বলে দিচ্ছেন, ‘একজন ফিল্ডার মাঠে ১০০ শতাংশ দেওয়ার পরও যদি ক্যাচ মিস করে, আমার কোনও সমস্যা নেই। প্র্যাক্টিসে ও কতগুলো ক্যাচ নিয়েছে, আগে সেটা দেখে নেব। কোথায় কি ভাবে ভুল হচ্ছে, আমি সেগুলো দেখার চেষ্টা করব। খোঁজার চেষ্টা করব। হয়তো আমরা ওই একটা ভুলে ম্যাচও হেরে যেতে পারি। কিন্তু তাদের প্রচেষ্টাকে কখনও খাটো করে দেখব না। আমিও মানুষ। তার মনের মধ্যে যে অনুভূতি হচ্ছে, আমাকেও সেটা অনুভব করতে হবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রিকেটার যখন এইরকম ভুল করে, তার খারাপ লাগাটা স্বাভাবিক। সেই সঙ্গে কিন্তু আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। ‘

দেশের হয়ে যাঁরা প্রতিনিধিত্ব করেন, তাদের সবাইকে সমর্থন করার বার্তা দেন ধোনি। অনেক কঠিন পরিশ্রমের পরই কোনও খেলোয়াড় শীর্ষস্থানে পৌঁছন। তাই প্রত্যেককে সম্মান দেওয়ার বার্তা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক।