MS Dhoni: ইউটিউব চ্যানেল খুলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? নিজেই বললেন…

মাহি নেটদুনিয়ায় সক্রিয় নন। কিন্তু তাঁর ভক্তদের সুবাদে প্রতিনিয়ত তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন সবই আপডেট পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। ধোনিকে নিয়ে মাঝে মাঝে তাঁর স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার ইন্সটাগ্রামে পোস্ট দেখা যায়। কিন্তু ধোনি নিজে শেষ বার ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন চলতি বছরের ৮ জুলাই। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ধোনির এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে মাহিকে বলতে শোনা গিয়েছে ইউটিউব চ্যানেল নিয়ে।

MS Dhoni: ইউটিউব চ্যানেল খুলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? নিজেই বললেন...
MS Dhoni: ইউটিউব চ্যানেল খুলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? নিজেই বললেন...

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 04, 2023 | 8:15 AM

রাঁচি: ক্রিকেট ছাড়ার পর হয় কোচিংয়ে, নয় ধারাভাষ্যের সঙ্গে যুক্ত হন দেশ-বিদেশের বহু ক্রিকেটার। ভারতের অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারের নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিরাট চল। দেশ-বিদেশের বিভিন্ন খেলা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অনেকেই নজর রাখেন সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সকলেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। দেশ-বিদেশের ক্রিকেটার, ফুটবলার ও অন্যান্য অ্যাথলিটদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও রয়েছে। দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও (MS Dhoni) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু তাতে তিনি সক্রিয় নন। এ বার তিনি ইউটিউব চ্যানেল (YouTube Channel) নিয়ে নিজের মতামত জানালেন। মাহি কি ইউটিউব চ্যানেল খুলতে চলেছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মাহি নেটদুনিয়ায় সক্রিয় নন। কিন্তু তাঁর ভক্তদের সুবাদে প্রতিনিয়ত তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন সবই আপডেট পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। ধোনিকে নিয়ে মাঝে মাঝে তাঁর স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার ইন্সটাগ্রামে পোস্ট দেখা যায়। কিন্তু ধোনি নিজে শেষ বার ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন চলতি বছরের ৮ জুলাই। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ধোনির এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে মাহিকে বলতে শোনা গিয়েছে ইউটিউব চ্যানেল নিয়ে।

মাহি এক ইভেন্টে গিয়ে বলেন, ‘আমাকে এক ম্যাডাম ইউটিউব চ্যানেল খোলা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলতে চাই, আমার দ্বারা এটা হবে না। কারণ এটা খুবই কঠিন। আমি এমন একজন যে ক্যামেরা সচেতন নই। আমি খুশি যে এখানে রয়েছি, আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমি তার উত্তর দিচ্ছি। কিন্তু ইউটিউব চ্যানেলের প্রশ্ন উঠলে, আমার মনে হয় সেটা করতে পারব না। কারণ, আমি একটু মুডিও। হতে পারে আমি ৩-৪ ভিডিয়ো পোস্ট করে দেব। তারপর ইন্সটাগ্রামের মতো ১ বছর আর কোনও পোস্ট করব না।’

ধোনির কথা থেকেই পরিষ্কার, তিনি আর যা-ই করুন আইপিএল খেলা ছেড়ে দেওয়ার পর ইউটিউব চ্যানেল খুলে বসবেন না।