MS Dhoni: সাক্ষীর হাতের রান্না বছরে কত বার জোটে ধোনির কপালে? জানালেন মাহি নিজেই

Jan 05, 2024 | 9:00 AM

হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করেছিলেন সাক্ষী সিং (Sakshi Singh)। তারপর কলকাতার এক পাঁচতারা হোটেলে ইন্টার্নশিপ করার সময় ধোনির সঙ্গে তাঁর আলাপ। তারপর প্রেম এবং বিয়ে। অনেকেই ভাবতে পারেন হোটেল ম্যানেজমেন্টের কোর্স করা সাক্ষী স্বামীকে ভালো ভালো রান্না করে খাওয়ান। ধোনি নিজে কী বলছেন জানেন?

MS Dhoni: সাক্ষীর হাতের রান্না বছরে কত বার জোটে ধোনির কপালে? জানালেন মাহি নিজেই
স্ত্রী সাক্ষীর বানানো খাবার বছরে কতদিন খান ধোনি?

Follow Us

কলকাতা: অতীতে বাল্যবিবাহ প্রচলিত ছিল। এখন আর তা ঠিক নেই। কিন্তু অল্প বয়সে বিয়ের চল ভারতে এখনও রয়েছে। অনেকেই জানলে অবাক হতে পারেন, মাত্র ২১ বছর বয়সে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে বিয়ে করেছিলেন সাক্ষী সিং। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করেছিলেন সাক্ষী সিং (Sakshi Singh)। তারপর কলকাতার এক পাঁচতারা হোটেলে ইন্টার্নশিপ করার সময় ধোনির সঙ্গে তাঁর আলাপ। তারপর প্রেম এবং বিয়ে। অনেকেই ভাবতে পারেন হোটেল ম্যানেজমেন্টের কোর্স করা সাক্ষী স্বামীকে ভালো ভালো রান্না করে খাওয়ান। ধোনি নিজে কী বলছেন জানেন?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ধোনির এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে এক অনুষ্ঠানে ধোনিকে নিজের খাদ্যাভাস নিয়ে বলতে শোনা যায়। তিনি বলেন, ‘আমি যখন খেলা শুরু করেছিলাম, যখন যেখানে যা খাবার পেতাম, খেয়ে নিতাম। দু’বার কখনও ভাবিনি। কিন্তু এখন আমাকে প্রতিটি খুঁটিনাটি বিষয় মাথায় রাখতে হয়। আমি চিনি, ফ্রায়েড খাবার এড়িয়ে চলি। কিন্তু এমনটাও নয় যে আমি একেবারেই এই সব খাবার খাই না। যদি কোনও সময় একটা লুচি খাওয়ার সুযোগ পাই, হয়তো খেয়ে নিতেই পারি। কিছুই না একটু এই সব বিষয় গুলো মেনে চলার চেষ্টা করি।’ সঞ্চালক ধোনির এই খাদ্যাভাসের কথা শোনার পর প্রশ্ন করেন, ‘বৌদি যা খাবার বানান, সেটা তো খেতেই হয়?’ এক মিনিটও সময় না নিয়ে হাসতে হাসতে ধোনি উত্তর দেন, ‘তা হলে তো বছরে আমি দু’বার খাবার খাব।’

নেটিজ়েনরা মনে করছেন, বছরের দুই বিশেষ দিনে হয়তো রান্না করেন সাক্ষী। অনেকের ধারণা, ধোনির জন্মদিন এবং তাঁদের বিবাহবার্ষিকীতে রান্না করেন সাক্ষী। অনেকে আবার মনে করছেন, স্বামী ধোনি ও মেয়ে জিভার জন্মদিনে রেঁধে বেড়ে খাওয়ান সাক্ষী। অবশ্য বিয়ের পর পরই ধোনিকে রান্না করে খাইয়ে সাক্ষী বেশ সারপ্রাইজ দিয়েছিলেন। সালটা ২০১০, জুলাইতে সবাইকে না জানিয়ে বিয়ে করেছিলেন ধোনি-সাক্ষী। সে বছরই অগস্টে ভারতের এক সফরে ধোনির সঙ্গে গিয়েছিলেন সাক্ষী। যে টিম হোটেলে ভারতীয় দল ছিল সেখানকার রান্নাঘরে হোটেলের এক শেফের সহযোগিতায় ধোনির জন্য ডাল, চিকেন ফ্রাই ও ফিশ ফিঙ্গার বানিয়েছিলেন। এবং তাঁরা দু’জন নিজেদের রুমে ডিনার করেছিলেন।

Next Article