চেন্নাই: মাহির মুকুটে নতুন পালক। আইপিএলে (IPL) ডাবল সেঞ্চুরি করলেন সিএসকের (CSK) ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চিপকের হাউসফুল গ্যালারি বুধ-সন্ধায় মেতে উঠেছে ধোনি-রবে। ঘরের মাঠে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাইলফলক ম্যাচে নামলেন ধোনি। সিএসকের সঙ্গে ধোনির এক আলাদা বন্ড রয়েছে। চেন্নাইকে চার বার আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছেন ধোনি। সেই হলুদ জার্সিতেই অধিনায়ক হিসেবে আজ, ২০০তম ম্যাচ খেলতে নামলেন মাহি। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
সিএসকের হয়ে ধোনির মাইলফলক ম্যাচের আগে তাঁর হাতে বিশেষ স্মারক তুলে দেন আইসিসির প্রাক্তন চেয়ারম্যান, বিসিসিআইয়ের ও তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং মেয়েও।
Mr N Srinivasan, former Chairman of the ICC, former President of BCCI and TNCA, Mrs. Chitra Srinivasan and Mrs Rupa Gurunath present @msdhoni with a special memento commemorating the very special 200th ?#TATAIPL | #CSKvRR | @ChennaiIPL pic.twitter.com/nixs6qsq2P
— IndianPremierLeague (@IPL) April 12, 2023
রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং বাছার পর ধোনি বলেন, ‘মন্থর পিচ। স্পিনাররা সুবিধা পাবে। ম্যাচে শিশির প্রভাব ফেলতে পারে। তাই পরের দিকে ব্যাটিং করা সুবিধার। আইপিএলে সিএসকের হয়ে ২০০ ম্যাচে নেতৃত্ব দিতে পেরে দারুণ লাগছে। এখানকার সমর্থকরা অসাধারণ। নতুনরূপের এই স্টেডিয়ামটা দেখে মনে হচ্ছে সুইৎজারল্যান্ডে খেলছি। আমরা লক্ষ্য করেছি দিন দিন ক্রিকেট বদলে যাচ্ছে। এই ফর্ম্যাটে এতদিন খেলতে পারছি, ভালো লাগছে।’
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ধোনি। চেন্নাইয়ের জার্সিতেও তিনি আইপিএলে গড়েছেন একাধিক রেকর্ড। সেই রেকর্ডের তালিকা আরও লম্বা হয়েই চলেছে। ৪১ বছরের ধোনি এখনও প্রতিটা ম্যাচে আগের মতোই চনমনে থাকেন। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে খেলার ক্রিকেটার হলেন ধোনি। একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়া প্রথম অধিনায়ক হলেন ধোনি। মাহির ক্যাপ্টেন্সিতে ৯ বার ফাইনালে উঠেছে চেন্নাই। তার মধ্যে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে ইয়েলোব্রিগেড। এখনও অবধি যে ১৯৯টি ম্যাচে চেন্নাইের ক্যাপ্টেন্সির ব্যাটন সামলেছেন ধোনি তার মধ্যে সিএসকে জিতেছে ১২০টি ম্যাচে। সিএসকে অধিনায়ক হিসেবে ধোনির জয়ের শতকরা হার ৬০.৬১।
চেন্নাই সুপার কিংস : ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, সিসান্দা মাগালা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা, আকাশ সিং।
সাবস্টিটিউট- অম্বতি রায়ডু, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, রাজবর্ধন হাঙ্গারকেকর
রাজস্থান রয়্যালস : যশস্বী জয়সোয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাডিকাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুড়েল, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, কুলদীপ সেন
সাবস্টিটিউট- রিয়ান পরাগ, আসিফ, ডোনোভান ফেরেরা, অ্যাডাম জাম্পা, জো রুট