রাঁচি: মহেন্দ্র সিং ধোনি… শুধুমাত্র নামটারই একটা আলাদা আবেগ রয়েছে। আট থেকে আশি সকলেই বলে, ‘আমরা ধোনিকে ভালোবাসি।’ আর তিনি তো সকলের ভালোবাসার পাত্র বটেনই। আইপিএল (IPL) ছাড়া এখন সারা বছর আর ধোনিকে খেলতে দেখা যায় না। তাই ধোনির ভক্তরা বিভিন্ন সময় রাঁচিতে তাঁর বাড়ির সামনে ভিড় জমান। কেউ কেউ আবার লুকিয়েও থাকেন কখন ধোনি বাড়ি থেকে বেরোবেন, আর তাঁরা মাহির দর্শন পাবেন। এ বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) হাঁটুর অস্ত্রোপচার করান। তারপর তিনি রাঁচিতে নিজের ফার্মহাউসেই রয়েছেন। এরই মাঝে মাহিকে তাঁর বিভিন্ন ভিন্টেজ গাড়ি নিয়ে রাঁচির রাস্তায় দেখা গিয়েছে। এ বার ফের ধোনির এক ভিডিয়ো ভাইরাল। তাও সেই রাঁচির রাস্তাতেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধোনির যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, ধোনি রাঁচির রাস্তায় তাঁর ফ্যানেদের কাছ থেকে তাঁর গন্তব্যস্থলের ঠিকানা জানতে চাইছেন। তিনি সেই সময় গাড়িতে ড্রাইভার সিটের পাশের সিটে বসেছিলেন। এর আগে ধোনিকে একাধিক বার দেখা গিয়েছে গাড়ি চালাতে। এ বার যদিও চালকের আসনে ধোনি ছিলেন না, ছিলেন তাঁর এক বন্ধু।
ভিডিয়োটিতে ধোনির এক ভক্তকে তাঁকে বলতে শোনা যায়, ‘একটা গোল চক্কর পড়বে, তারপর আপনি রাঁচির দিকে চলে যাবেন।’ তা শুনে ধোনি বলেন, ‘কোনটা, ওই দ্বিতীয় মূর্তির ওখানে যে গোল চক্কর রয়েছে সেটা?’ তাতে ধোনিকে ওই ফ্যান বলেন, ‘হ্যাঁ সেটাই।’ এরপর গাড়ি থেকেই ওই ভক্তদের সঙ্গে হাত মেলান এবং ছবিও তোলেন মাহি।
This man is so simple and this simplicity is what makes him different from every other celebrity #MSDhoni #Dhoni pic.twitter.com/ErMlX3KGVX
— TAAGASTYA (@LalPatrakar) August 11, 2023
বর্তমানে এক গলি থেকে আর এক গলি যাওয়ার জন্যও অনেকে গুগল ম্যাপের ভরসা নেন। সেখানে ধোনি কিন্তু গুগল ম্যাপের জায়গায় ঠিকানা খুঁজতে পথচারীতেই ভরসা রাখলেন। ওই ভাইরাল ভিডিয়োতে একজন এই নিয়ে কমেন্টও করেছেন। এক টুইটার ব্যবহারকারীর কমেন্ট, ‘মনে হচ্ছে উনি গুগল ম্যাপকে ভরসা করেন না।’
Looks like he doesn’t trust Google Maps😎
— Arunn Bhagavathula చి లిపి (@ArunBee) August 12, 2023