চেন্নাই: এ বার চোট আতঙ্ক চেন্নাই সুপার কিংস শিবিরে! আইপিএল (IPL 2023) শুরু হতে মাঝে মাত্র আর একটা দিন। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট জায়ান্টসের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (CSK)। মহেন্দ্র সিং ধোনিকে ফের একবার বাইশ গজে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। আইপিএলের বল গড়ানোর ঠিক আগেই চোটের আতঙ্ক সিএসকে শিবিরে। অনুশীলনে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ধোনির বাঁ পায়ে চোট লেগেছে। ধোনির হাঁটুতে নি ক্যাপ পরানো রয়েছে। যা দেখে ব্যপক দুশ্চিন্তায় পড়ে গিয়েছে সিএসকে ও ধোনি অনুরাগীরা। টুর্নামেন্ট শুরুর আগে দলের প্রাণভোমরা চোট পেলে দুশ্চিন্তা তো হবেই। ম্যাচের বিস্তারিত TV9 Bangla–য়।
ধোনি নাকি নেট প্র্যাক্টিস নিয়ে খুব একটা উৎসাহিত নন। বাঁ পা সামলে হাঁটছেন। পায়ে নি ক্যাপ পরানো রয়েছে। হাঁটার সময় বোঝা গিয়েছে তিনি খোঁড়াচ্ছেন। তা সত্ত্বেও অনুশীলনে যোগ দেন। টিমের প্র্যাকটিস সেশন দেখতে চিপক স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়েছে ভিড়। বাঁ পা সামলে অনুশীলনে নেমে চার-ছয় হাঁকিয়েছেন। মাহিকে পুরনো মেজাজে দেখে চিপকের গ্যালারিতে কান পাতা দায়। সদ্য চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনে ধোনির চার-ছয় মারার এক ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে, চিপকের গ্যালারি হাউসফুল। মাহি লম্বা লম্বা ছক্কা হাঁকাতেই পুরো গ্যালারিতে ধোনি ধোনি রব উঠতে থাকে। তবে একইসঙ্গে ধোনিকে খুঁড়িয়ে হাঁটতে দেখে চিন্তার ভাঁজ পড়েছে কপালে।
Nayagan meendum varaar… ??#WhistlePodu #Anbuden ? pic.twitter.com/3wQb1Zxppe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
সূত্রের খবর, অনুশীলনে দৌড়নোর সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে যান ধোনি। পায়ে অস্বস্তি অনুভব করছিলেন তিনি। ধোনির চোট সংক্রান্ত রিপোর্ট সত্যি হলে বড় ধাক্কা খেতে পারে চেন্নাই সুপার কিংস। কারণ ধোনির মাঠে থাকাটাই সিএসকের জন্য বড় স্বস্তির। ৩১ মার্চ প্রথম ম্যাচ। ধোনির চোট সংক্রান্ত খবরের কতটা সত্যতা রয়েছে তা বোঝা যাবে সেদিনই। মাহির চোট পাওয়ার অর্থ হল শুধু ক্যাপ্টেন্সিই নয়, উইকেটের পিছনের দায়িত্ব সামলাতেও নতুন কাউকে খুঁজতে হবে চেন্নাইকে।