কলকাতা: মহেন্দ্র সিং ধোনির পাঠশালা। আইপিএলের ১৬তম সংস্করণে আরও বেশি দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও আইকন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেশ বিদেশের ক্রিকেটাররা খেলেন। সুযোগ পেলেই ধোনির থেকে নানা পরামর্শ নেন। তবে কলকাতা নাইট রাইডার্সের কিপার-ব্যাটার বিশেষ উপহার পেলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত সংস্করণে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন আফগান কিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজ। ধোনির কাছে আব্দার করেছিলেন। গুরবাজের প্রত্যাশা পূরণ করলেন। সই করা সিএসকে জার্সি পাঠিয়েছেন গুরবাজকে। আপ্লুত কেকেআরের এই কিপার জার্সির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সুদূর ভারত থেকে এই উপহার পাঠানোর জন্য থ্যাঙ্ক ইউ মাহি স্যার’।
আইপিএলে ২০২২ সালে গুজরাট টাইটান্সে ছিলেন গুরবাজ। যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি। টাইটান্সের অভিজ্ঞ কিপার ঋদ্ধিমান সাহার থেকে অনেক পরামর্শ পেয়েছেন। যা তাঁকে অনেক সমৃদ্ধ করেছে। এ বছরের আইপিএলে ১১টি ম্যাচ খেলেছেন গুরবাজ। প্রায় ১৩৪ স্ট্রাইকরেটে করেছিলেন ২২৭ রান। পঞ্জাব কিংসের বিরুদ্ধে উইকেটের পিছনে অনবদ্য একটা ক্যাচও নিয়েছিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরুর আগে কেকেআরের এই ক্রিকেটার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জীবনে স্বপ্ন ছিল দু-জন প্লেয়ারের সঙ্গে খেলার। একজন অবসর নিয়েছেন, ফলে সেই স্বপ্ন পূরণ হবে না। একজন এবি ডিভিলিয়ার্স। তাঁকে দেখে প্রেরণা পেয়েছি। ছেলেবেলা থেকেই তাঁকে আদর্শ মেনেছি।’ আরও যোগ করেন, ‘আর একজন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সঙ্গে খেলার স্বপ্ন সম্ভব হতেও পারে।’ ধোনির সঙ্গে খেলার সুযোগ না পলেও তাঁর বিরুদ্ধে খেলেছেন। মূল্যবাণ পরামর্শও পেয়েছেন গুরবাজ।