MS Dhoni, IPL 2023 : ‘ফ্যানবয়’ মোমেন্ট, রিঙ্কু-বরুণের জার্সিতে অটোগ্রাফ দিলেন ধোনি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 15, 2023 | 1:41 PM

MS Dhoni, Watch Video : রবিবার চলতি আইপিএলের শেষ হোম ম্যাচ খেলে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। ইয়েলোব্রিগেডের ঘরের মাঠে শেষ ম্যাচের ফলটা ভালো হল না। নাইটদের কাছে হেরে চিপকের গ্যালারিকে এ বারের মতো বিদায় জানাল সিএসকে।

MS Dhoni, IPL 2023 : ফ্যানবয় মোমেন্ট, রিঙ্কু-বরুণের জার্সিতে অটোগ্রাফ দিলেন ধোনি
'ফ্যানবয়' মোমেন্ট, রিঙ্কু-বরুণের জার্সিতে অটোগ্রাফ দিলেন ধোনি

Follow Us

চেন্নাই : মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) একটা আবেগের নাম। রবি-রাতে চিপকে ম্যাচ শেষের দৃশ্য কোনওদিন ভোলার নয়। দীর্ঘ ১১ বছর পর চেন্নাইয়ের দুর্গ ভেদ করেছে কেকেআর। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর শেষ বার চিপকের মাঠে জিতেছিল ২০১২ সালের আইপিএলে ফাইনালে। এরপর থেকে আর চেন্নাইয়ের দুর্গ ভেদ করতে পারেনি নাইটরা। রবি-রাতে অবশেষে নাইটরা ইয়েলোব্রিগেডকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে এবং যার ফলে বেগুনি জার্সিধারীরা প্লে অফের দৌড়েও টিকে রয়েছে। রবিবার চলতি আইপিএলের শেষ হোম ম্যাচ খেলে নিল চেন্নাই। কেকেআরের কাছে ম্যাচ হারলেও মাহি ও সিএসকের বাকি ক্রিকেটাররা মন জয় করে নিয়েছেন হাউসফুল চিপকের। ম্যাচের শেষে চেন্নাই সমর্থকদের একাধিক স্মারক উপহার দিলেন ধোনি-জাডেজারা। ওই সময় সারা মাঠ প্রদক্ষিণও করেন ধোনি এবং বাকি ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরাও। ওই সময় ধোনির কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন নাইট তারকা রিঙ্কু সিং (Rinku Singh) ও বরুণ চক্রবর্তীও (Varun Chakravarthy)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিএসকে বনাম কেকেআর ম্যাচের শেষের বেশ কিছু দৃশ্য। চিপকে রবিবার ম্যাচ শেষে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর নিজের শার্টে মাহির অটোগ্রাফ নিয়েছেন। একে অপরকে তারপর তাঁরা জড়িয়ে ধরেছেন। এই দৃশ্য চিরস্মরণীয় হয়ে থাকল। এই সবের মধ্যেই নেটিজ়েনদের মন জয় করে নিয়েছে মাঠের আর এক দৃশ্য। ধোনি যখন নাইটদের সঙ্কটমোচন রিঙ্কু সিংকে এবং কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে জার্সিতে অটোগ্রাফ দিয়েছেন। সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ধোনিকে বাউন্ডারি লাইনের সামনে দেখে দৌড়ে এগিয়ে আসেন রিঙ্কু সিং। তাঁর হাতে একটি কেকেআরের জার্সি। সেই জার্সিতে যত্ন করে অটোগ্রাফ দেন ধোনি। রিঙ্কুর পিঠ চাপড়ে বাহবা জানান সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। রিঙ্কুকে অটোগ্রাফ দেওয়া শেষ হলে, ধোনির কাছে বরুণ চক্রবর্তী এগিয়ে আসেন সিএসকের একটি ৭ নম্বর লেখা জার্সি নিয়ে। ধোনি সেটিতেও অটোগ্রাফ দিয়ে দেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো।

Next Article