MS Dhoni: ভিন্টেজ গাড়িতে সওয়ার মাহি, একঝলকেই মুগ্ধতা
MS Dhoni Vintage Car: ফার্ম হাউসের মধ্যে অনেকটা জায়গা। সেখানে নিজের সংগ্রহে থাকা বিভিন্ন বাইক চালাতে দেখা যায় মাহিকে।
কয়েক দিন আগের কথা। রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়েছিল ভেঙ্কটেশ প্রসাদের। ধোনির ফার্ম হাউস তাক লাগানোর মতোই। তবে এর চেয়েও বেশি অবাক করে বাইক এবং গাড়ির সংগ্রহ। দেশের প্রাক্তন পেসার ভেঙ্কটেস প্রসাদ নিজেই একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। বাইকের কালেকশন দেখে মন্তব্য করেছিলেন এ যেন শো রুম। এ বার রাঁচির রাস্তায় দেখা গেল ভিন্টেজ-ধোনিকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়া দূর অস্ত, তাঁকে ফোনে পাওয়াই কঠিন। তবে মাহিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ কোনও তথ্য দেওয়ার সুযোগ পেলে ছাড়েন না। রাঁচির রাস্তায় তাঁকে নিয়ে একটি ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট প্রেমীদের কাছে বা আরও ভালো করে বলতে গেলে, মাহি ভক্তদের কাছে এই মুহূর্ত সব সময়ই স্পেশাল।
View this post on Instagram
ফার্ম হাউসের মধ্যে অনেকটা জায়গা। সেখানে নিজের সংগ্রহে থাকা বিভিন্ন বাইক চালাতে দেখা যায় মাহিকে। এ বার অবশ্য ভিন্টেজ গাড়িতে সওয়ার মহেন্দ্র সিং ধোনি। রোলস রয়েস ১৯৮০ মডেলের গাড়িতে রাঁচির রাস্তায় মাহি। ক্রিকেট মাঠে যেমন ড্রাইভে আনন্দ পান তেমনই কার ড্রাইভও উপভোগ করছেন।