রাঁচি : আইপিএলের মরসুম শেষ। আপাতত আর ২২ গজে দেখা যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কিন্তু ধোনির ভক্তরা ঠিক খোঁজ রাখছেন মাহির। চেন্নাই সুপার কিংসকে পঞ্চম বার আইপিএল ট্রফি জেতানোর পর হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন ধোনি। তখন থেকেই ধোনির হেলথ আপডেট থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি তথ্যের হদিশ দিয়ে এসেছেন তাঁর ফ্যানেরা। এ বার রাঁচিতে এক রংচংয়ে পোশাকে দেখা গিয়েছে ধোনিকে। যদিও সেই ফ্রেমে রয়েছেন দুই ধোনি। কী অবাক হচ্ছেন? আসলে বহু বছর পর একসঙ্গে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনি ও তাঁর দাদা নরেন্দ্র সিং ধোনিকে (Narendra Singh Dhoni)। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি। নরেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিস্তারিত তথ্য রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সদ্য সোশ্যাল মিডিয়ায় এক ছবি ভাইরাল। যেখানে দেখা গিয়েছে সবুজে ঘেরা এক বাগানের কাছে রংচংয়ে পোশাক পরে দাঁড়িয়ে এমএসডি। সঙ্গে তাঁর দাদা ও ২ বন্ধু। এই ছবি দিয়ে মাহি ভক্তরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একের পর এক পোস্ট করে চলেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে ধোনির ডানদিকে দাঁড়িয়ে রয়েছেন তাঁর দাদা। নরেন্দ্র সিং ধোনি। তাঁর দাদাকে চিনতে পেরে অনেকে কমেন্ট করেছেন। ওই ছবিতে শুধু ধোনির দাদাকে নিয়েই যে চর্চা হচ্ছে তেমনটা নয়। অনেকের নজর কেড়েছে ধোনির কালো রংয়ের নাইট স্যুট। যেখানে রয়েছে চিতা, ফুল, পাতার ছবি। তাতে মজার মজার কমেন্ট করেছেন অনেকে। কেউ কেউ বলেছেন, ‘মনে হচ্ছে ধোনি ভাই রনবীর সিংয়ের সঙ্গে দেখা করে এসেছেন।’
আসলে ধোনির দাদার সঙ্গে তাঁকে খুব একটা দেখা যায় না। বহু বছর তাঁদের কোনও ছবিও দেখা যায়নি। এমনকি ধোনির বায়োপিকেও নরেন্দ্রকে উল্লেখ করা হয়নি। সেখানে তাঁর দিদি, বাবা, মা, ও স্ত্রী সাক্ষীর উল্লেখ ছিল। নরেন্দ্র সিং ধোনিকে এক সময় এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাহির জীবনে আমার তেমন কোনও অবদান নেই। ওর ছেলেবেলা থেকে শুরু করে সংগ্রামের সময়েও আমি ছিলাম না। ওর ক্রিকেট খেলার সময় আমি রাঁচির বাইরে ছিলাম। আর সিনেমাটা ধোনিকে নিয়ে, ওর পরিবারকে নিয়ে নয়। ১৯৯১ সাল থেকে আমি বাড়ির বাইরে ছিলাম। আলমোরায় কুমায়ুন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। রাঁচিতে ফিরে এসে উচ্চস্তেরর পড়াশোনা শেষ করেছি। ধোনির থেকে আমি ১০ বছরের বড়। ওর জীবনে আমার নৈতিক অবদান থাকলেও তা বায়োপিকে তুলে ধরা খুবই কঠিন ছিল।’ এই কারণেই কি ধোনির সঙ্গে তাঁর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল? উত্তর ভালো দিতে পারবেন মাহি। কিন্তু তিনি তাঁর দাদাকে নিয়ে কখনই কিছু বলেননি।
উল্লেখ্য, এ বারের আইপিএলেও মধ্যমণি ছিলেন ধোনি। সারা বছর ধরে ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের উন্মাদনা তো থাকেই। কিন্তু আইপিএল চলে এলে সেই উত্তেজনার মাত্রাটা বহুগুণ বেড়ে যায়। এ বারের আইপিএলেও তেমনটা হয়েছিল। ১৬তম আইপিএল ধোনিকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য প্রত্যেক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তরা। তিনিও নিরাশ করেননি। হাঁটুর চোট থাকা সত্ত্বেও সিএসকের হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে নেমেছিলেন ধোনি। এবং শেষ অবধি দলকে চ্যাম্পিয়নও বানিয়েছিলেন।