Shivam Dube: ‘আমার সাফল্যের কৃতিত্ব মাহি ভাই ও চেন্নাইকে দিতেই হবে’, আফগানদের হারিয়ে অকপট শিবম দুবে

Jan 15, 2024 | 1:30 PM

MS Dhoni: আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে অনবদ্য পারফর্ম করেছেন শিবম দুবে। মোহালিতে প্রথম টি-২০ ম্যাচে তিনি ৬০ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে নিয়েছিলেন একটি উইকেটও। এ বার ইন্দোরে দ্বিতীয় টি-২০তে তিনি ৬৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। সঙ্গে ১টি উইকেটও নিয়েছেন। ম্যাচের শেষে নিজের সাফল্যের নেপথ্যে ধোনির যে অবদান রয়েছে, তা জানাতে ভোলেননি শিবম।

Shivam Dube: আমার সাফল্যের কৃতিত্ব মাহি ভাই ও চেন্নাইকে দিতেই হবে, আফগানদের হারিয়ে অকপট শিবম দুবে
'আমার সাফল্যের কৃতিত্ব মাহি ভাই ও চেন্নাইকে দিতেই হবে', আফগানদের হারিয়ে অকপট শিবম দুবে
Image Credit source: X

Follow Us

কলকাতা: তরুণ ক্রিকেটারদের তিনি সব সময় পরামর্শ দেন। তাঁর সেই সকল পরামর্শ কাজে লাগিয়ে একাধিক ক্রিকেটার ২২ গজে সফল হয়েছেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজেই ক্রিকেটের আস্ত একটা স্কুল। আর সেই স্কুলে তিনি সকলকেই স্বাগত জানান। মাহির পাঠশালায় একবার পড়ার সুযোগ পেলে, সেই ক্রিকেটার এগিয়ে চলেন অবলীলায়। ভারতের তারকা অলরাউন্ডার শিবম দুবেও (Shivam Dube) রয়েছেন এই তালিকায়। আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে অনবদ্য পারফর্ম করেছেন শিবম দুবে। মোহালিতে প্রথম টি-২০ ম্যাচে তিনি ৬০ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে নিয়েছিলেন একটি উইকেটও। এ বার ইন্দোরে দ্বিতীয় টি-২০তে তিনি ৬৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। সঙ্গে ১টি উইকেটও নিয়েছেন। ম্যাচের শেষে নিজের সাফল্যের নেপথ্যে ধোনির যে অবদান রয়েছে, তা জানাতে ভোলেননি শিবম।

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের শেষে জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে শিবম দুবে বলেন, ‘আমার সাফল্য়ের কৃতিত্ব দিতে হবে মহেন্দ্র সিং ধোনি এবং সিএসকেকে। মাহি ভাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাকে মাহি ভাই ও সিএসকে ম্যানেজমেন্ট বুঝিয়েছে, ওদের আমার ওপর ভরসা রয়েছে। যে আমি ভালো পারফর্ম করতে পারি।’ ধোনির ক্যাপ্টেন্সিতে গত বছর সিএসকে আইপিএল খেতাব জিতেছিল। ওই দলের সদস্য ছিলেন শিবম দুবে। তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে মাহি ভাইকে ভারতের হয়ে ম্যাচ ফিনিশ করতে দেখেছি। আমি ওই পথই অনুসরণ করছি।’

আফগানিস্তানের বিরুদ্ধে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে ৪২ বলে ৯২ রানের পার্টনারশিপ গড়েন শিবম দুবে। ২৬ বল বাকি থাকতেই এই ম্যাচ ৬ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া।৬৩ রানের অপরাজিত ইনিংস গড়ার পথে শিবম দুবে মেরেছেন ৫টি চার ও ৪টি ছয়। সব মিলিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে রোহিত শর্মার ভারত।