ম্যাচ চলাকালীন যে ক্রিকেটার মাঠে নেই তাঁদের অনেকেই ক্লান্তিতে ড্রেসিংরুমে বা ডাগআউটে শরীর এলিয়ে দেন। এ বার থেকে পাকিস্তানের ক্রিকেটারদের আর সেই সুযোগ থাকছে না। কড়া নিয়ম এনেছে পিসিবি। এ বার পাক ক্রিকেটারদের ম্যাচের মাঝে ঘুমে মানা… অতীতে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গিয়েছে, যাঁরা ম্যাচের ফাঁকে ঘুমিয়েছেন। ম্যাচের মাঝে ক্রিকেটারদের ঘুম — এই প্রসঙ্গ উঠতেই এমন তিন ক্রিকেটারের কথা মাথায় আসে, যাঁদের নাম না উল্লেখ করলেই নয়। ঘুমকাতুরে ক্রিকেটারদের তালিকায় প্রথমেই মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) রাখা যায়। এক ম্যাচে পিচেই নাক ডেকে ঘুমিয়ে পড়েছিলেন ধোনি! অবাক হচ্ছেন? বিস্তারিত রইল।
ফিরে যেতে হবে ২০১৭ সালে। মহেন্দ্র সিং ধোনিও ম্যাচের মাঝে ঘুমিয়ে পড়েছিলেন একবার। আসলে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলেতে ভারতের ম্যাচ ছিল। তাতে শ্রীলঙ্কার পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ দর্শকরা ম্যাচের শেষের দিকে গ্যালারি থেকে কাঠের টুকরো, প্লাস্টিকের বোতল ছুড়তে থাকেন। ওই সময় টেলিভিশন ক্যামেরা চারিদিকে ঘুরতে ঘুরতে ধরা পড়ে পিচের ধারে শুয়েছিলেন ধোনি। শুয়েছিলেন বললে হয়তো ভুল বলা হতেও পারে। অনেকের মতে তিনি নাক ডেকে ঘুমোচ্ছিলেন। সেই ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
#SriLanka fans throwing bottles onto the ground #MSDhoni fond sleeping on the ground
Only #mahi can to this #INDvSL #msd @msdhoni #dhoni pic.twitter.com/bHk7L7Oo46— MS Dhoni Forever ⭐ (@msdhoni_forever) August 27, 2017
ধোনি ছাড়াও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও ম্যাচের মাঝে একবার ঘুমিয়ে পড়েছিলেন। সেটা ছিল দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের বক্সিং ডে টেস্ট। ওই ম্যাচে ডিন এলগার ও ফাফ ডু’প্লেসি দুই দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট ভাঙতেই পারছিলেন ক্যারিবিয়ান বোলাররা। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামার জন্য তৈরি ছিলেন এবিডি। কিন্তু উইকেট না পড়ায় তিনি ড্রেসিংরুমে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন। সেই ছবিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
AB de Villiers has a sleep in the dressing room while his team mates bat against the West Indies 🙂 #SAvWI #Cricket pic.twitter.com/YroyjV04LZ
— Saj Sadiq (@SajSadiqCricket) December 26, 2014
চলতি বছরেই ম্যাচের মাঝে ঘুমিয়েছিলেন যে ক্রিকেটার। তিনি অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। অবশ্য অজি তারকা স্বীকার করেননি যে তিনি ঘুমোচ্ছিলেন। ঘটনাটি ঘটে, চলতি বছরে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন। ড্রেসিংরুমে পাওয়ার ন্যাপ নিচ্ছিলেন লাবুশেন। অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতীয় বোলার মহম্মদ সিরাজ ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন। ফলে তিন নম্বরে ব্যাটিংয়ে নামতে হয় লাবুশেনকে। ওভালে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের শেষে অজি তারকা লাবুশেন আইসিসিকে বলেন, ‘আমি আসলে নিজের চোখ দু’টোকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছিলাম। সঙ্গে একটু রিল্যাক্স করছিলাম। স্নায়ু শান্ত রাখার চেষ্টা করছিলাম। আসলে সব সময় তো আর ম্যাচ দেখা সম্ভব নয়।’