IPL: ওস্তাদের মার শেষ বলে! ছক্কা হাঁকিয়ে IPL এ দলকে জিতিয়েছেন ধোনি-রিঙ্কু, আর কারা?

কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে... ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এমন অনেক জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা শেষ বলে ছয় মেরে দলকে জিতিয়েছিলেন। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রোহিত শর্মাদের সঙ্গে রয়েছেন নাইট তারকা রিঙ্কু সিংও (Rinku Singh)। আর কারা রয়েছেন, জেনে নিন বিস্তারিত...

IPL: ওস্তাদের মার শেষ বলে! ছক্কা হাঁকিয়ে IPL এ দলকে জিতিয়েছেন ধোনি-রিঙ্কু, আর কারা?
IPL: ওস্তাদের মার শেষ বলে! ছক্কা হাঁকিয়ে IPL এ দলকে জিতিয়েছেন ধোনি-রিঙ্কু, আর কারা?
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 9:55 AM

কলকাতা: আইপিএল মানেই মুড়ি-মুড়কির মতো চার-ছয়। মাঝে মাঝে থাকে হ্যাটট্রিকও। কুড়ি-বিশের ক্রিকেট এমনিতেই মুচমুচে, তাতে যদি দেখা মেরে বার বার চার-ছয়ের তা হলে তো কথাই নেই। দর্শকের জন্য তখন হয় ম্যাচ জমে ক্ষীর। পয়সা উসুল পারফরম্যান্স দেখে মন ভরে যায় গ্যালারিতে থাকা দর্শকদের। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে… ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এমন অনেক জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা শেষ বলে ছয় মেরে দলকে জিতিয়েছিলেন। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রোহিত শর্মাদের সঙ্গে রয়েছেন নাইট তারকা রিঙ্কু সিংও (Rinku Singh)। আর কারা রয়েছেন, জেনে নিন বিস্তারিত…

আইপিএলে শেষ বলে ছয় মেরে টিমকে জিতিয়েছেন তেমন ১০ ক্রিকেটার কারা? এক ঝলকে দেখে নিন…

  1. রিঙ্কু সিং – কেকেআরের বিরুদ্ধে ২০২৩ সালে গুজরাট টাইটান্সের ম্যাচে রিঙ্কু সিং শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন। সেই ম্যাচেই রিঙ্কু পাঁচ বলে পাঁচ ছক্কার নজির গড়েছিলেন।
  2. মহেন্দ্র সিং ধোনি – বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। তিনি ২০১৯ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ম্যাচে শেষ বলে ছয় মেরে চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জিতিয়েছিলেন।
  3. রোহিত শর্মা – মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা তিন বার শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন। এই কীর্তি তিনি করেছিলেন ২০০৯, ২০১১ ও ২০১২ সালে।
  4. আব্দুল সামাদ – ২০২৩ সালে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে আব্দুল সামাদ শেষ বলে ছয় মেরে অরেঞ্জ আর্মিকে জিতিয়েছিলেন। পিঙ্ক আর্মিকে ওই ম্যাচ চার উইকেটে হারিয়েছিল রাজস্থান।
  5. রশিদ খান – আফগান মিস্ট্রি স্পিনার রশিদ খানের ব্যাট হাতেও দলকে জেতানোর ক্ষমতা রয়েছে। তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের জার্সিতে ছয় মেরে দলকে ম্যাচ জিতিয়েছিলেন।
  6. রাহুল তেওয়াটিয়া – ২০২২ সালের আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ম্যাচে শেষ দুই বলে ২টি ছয় মেরে গুজরাট টাইটান্সকে জিতিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া।
  7. কেএস ভরত – ২০২১ সালে আরসিবিতে খেলার সময় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক ম্যাচে শেষ বলে ছয় মেরে বিরাট কোহলির টিমকে জিতিয়েছিলেন উইকেট কিপার ব্যাটার কেএস ভরত।
  8. রবীন্দ্র জাডেজা – ২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রবীন্দ্র জাডেজার শেষ বলে ছক্কায় আইপিএল খেতাব জিতেছিল সিএসকে। সেটাই প্রথম অবশ্য নয়, ২০২০ সালের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে রবীন্দ্র জাডেজা ছয় মেরে দলকে জিতিয়েছিলেন।
  9. নিকোলাস পুরান – ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার নিকোলাস পুরান ২০২৩ সালে পঞ্জাব কিংসের হয়ে আরসিবির বিরুদ্ধে এক ম্যাচে শেষ বলে ছয় মেরে দলকে জিতিয়েছিলেন।
  10. মিচেল স্যান্টনার – ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকের এক ম্যাচে শেষ বলে কিউয়ি তারকা মিচেল স্যান্টনার ছয় মেরেছিলেন। এবং দলকে সেই ম্যাচ জিতিয়েছিলেন।