চেন্নাই : ক্যাপ্টেন কুল মাহি তাঁর সতীর্থ ও জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে সব সময়ই খোলামেলা ভাবেই মিশতে পছন্দ করেন। চলতি আইপিএলে যার ফলে নির্দ্বিধায় চেন্নাইয়ের ম্যাচ থাকলেই প্রতিপক্ষ দলের তরুণ ক্রিকেটাররা ম্যাচের শেষে ঘিরে ধরছেন মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। একটাই উদ্দেশ্য। মাহির পাঠশালা থেকে ক্রিকেটের পাঠ নেওয়া। মাঠের মধ্যে এবং বাইরে খুব কমই ধোনিকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। সেই ধোনি হঠাৎ এ বার সিএসকের তারকা অলরাউন্ডার দীপক চাহারের (Deepak Chahar) দিকে তেড়ে ফুড়ে গেলেন। যা দেখে মনে হতেই পারে, চাহারকে থাপ্পড় মারতে এগিয়ে গিয়েছেন ধোনি। ঘটনাটি ঘটেছে চিপকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যা দেখে অনেকেই বলেছেন, ধোনির হাতে থাপ্পড় খেতে চলেছিলেন সিএসকের অন্যতম দামি ক্রিকেটার দীপক। মাহিকে এমনভাবে দেখে ভয়ে চমকেও যান চাহার। তারপর কী হয়েছিল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ম্যাচের আগে উইকেটের পাশে দাঁড়িয়ে রয়েছেন দীপক চাহার। ওই সময় মহেন্দ্র সিং ধোনি হেঁটে আসছিলেন। দীপক তাঁর পাশে থাকা একজনের সঙ্গে কথা বলছিলেন। তখন ধোনির হঠাৎ করে দীপক চাহারকে চড় মারতে এগিয়ে যান। ধোনির হাত দেখে হকচকিয়ে স্থান থেকে সরে যান দীপক চাহার। এরপর দেখা যায় ধোনি হেসে হেসে সেই জায়গা থেকে এগিয়ে যান।
Hahah! looks like Dhoni likes to toy around Deepak chahar always ???#CSKvDC #MSDhoni pic.twitter.com/ifoYHL1a2W
— Gnanashekar (@Gnanashekar) May 10, 2023
ভিডিয়ো দেখে একটা কথা কিন্তু বেশ পরিষ্কার যে, ধোনি আসলে দীপকের সঙ্গে পুরোটাই মজার ছলে করেছেন। প্রসঙ্গত, ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে। ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান তুলতে পারে দিল্লি। যার ফলে ২৭ রানে হেরে যায় ক্যাপিটালস।