ত্রিনিদাদ: ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ করতে এক সময় বাড়ি ছেড়েছিলেন। এরপর দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। ক্লাব ক্রিকেটে ভালো খেলে বাংলার রঞ্জি দলে জায়গা পান। সেখান থেকে আইপিএলের দরজা খোলে মুকেশ কুমারের (Mukesh Kumar)। আর এ বার তাঁর জাতীয় দলে অভিষেক হল। বাংলার হয়ে খেলার সময় কঠিন সময় কাটাতেও হয়েছিল মুকেশকে। এক সময় তাই হতাশ হয়ে ক্রিকেটই ছেড়ে দেবেন ভেবেছিলেন মুকেশ। তাই সিআরপিএফ ও বিহার পুলিশে চাকরির জন্য মানসিক প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু ক্রিকেট যে তাঁর প্রথম ভালোবাসা। তাই তা ছাড়তে পারেননি মুকেশ। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে অভিষেক হওয়ার দিন বিহারের বাড়িতে মা-কে ফোন করেন মুকেশ। বিসিসিআই (BCCI) সেই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছে। আবেগী মুকেশ ও তাঁর মায়ের কথোপকথনের ব্যাপারে বিস্তারিত জানতে পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।
A day to remember! ?
A moment to cherish for #TeamIndia‘s newest debutant – Mukesh Kumar ?#WIvIND pic.twitter.com/mULZ0Ro3PH
— BCCI (@BCCI) July 20, 2023
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, মুকেশ কুমার বলছেন, ‘৩০৮ নম্বরের এই ক্যাপ অশ্বিন ভাই দিয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় দিন। এত বছরের পরিশ্রমের ফল আজ পেলাম।’ এরপর মুকেশ এই খুশির খবর তাঁর মা-কে জানানোর জন্য ফোন করেন। মুকেশ তাঁর মাকে এরপর বলেন, ‘তোমার এত বছরের পূজো-পাঠ সার্থক হল। জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছি।’
বাংলার পেসার মুকেশ কুমার এরপর বলেন, ‘মা বলেছেন সব সময় খুশি থেকো। তিনি চান আমি যেন জীবনে আরও উন্নতি করি। এই মুহূর্তটা আমার কাছে অসাধারণ। বলে বোঝাতে পারছি না আমি কতটা খুশি। মা আমাকে ভীষণ ভালোবাসে। আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি বলে তিনি ভীষণ খুশি। সকালে অভিষেক হল আর রাতে মায়ের সঙ্গে কথা বলছি সেই নিয়ে। আমি এই অনুভূতিটা বলে বোঝাতে পারব না।’
No Dream Too Small! ?
Mukesh Kumar’s phone call to his mother after his Test debut is all heart ❤️#TeamIndia | #WIvIND pic.twitter.com/Sns4SDZmi2
— BCCI (@BCCI) July 21, 2023
উল্লেখ্য, ত্রিনিদাদ টেস্টের দ্বিতীয় দিন ৪ ওভার বোলিং করেছেন মুকেশ কুমার। ১টি মেডেন ওভার দিয়েছেন। ১০ রান খরচ করেছেন। ইকোনমি ২.৫০। এ বার দেখার টেস্ট ডেবিউ ম্যাচে মুকেশ কুমারের প্রথম শিকার হন কোন ক্যারিবিয়ান ক্রিকেটার।