IPL 2022: মুম্বইয়ের সূর্যদয়, জন্মদিনে প্রথম জয় রোহিতের
ক্রিকেট মহল বলছে এই একটা জয় মুম্বইকে প্লে-অফের দৌড়ে নিয়ে আসতে পারবে না। কিন্তু যে দল গুলোর সঙ্গে এখনও ম্যাচ বাকি রোহিতদের তারা চাপে থাকবে। কারণ অনেক দলের পয়েন্ট কেটে লিগ টেবিল জমিয়ে দিতে পারে মুম্বই। লিগের মজা এ বার আরও জমল বলে।
রাজস্থান রয়্যালস – ১৫৮/৬ (২০)
মুম্বই ইন্ডিয়ান্স – ১৬১/৫ (১৯.২)
মুম্বই: জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কি পেতে পারতেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্লে-অফের দৌঁড়ে থাকা রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) এ বারের আইপিএলে (IPL 2022) প্রথম জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। যে রোহিতের সঙ্গে রঞ্জি অভিষেকে প্রথমবার ব্যাট করতে নেমেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), সেই রোহিতকে প্রথম জয়ের স্বাদটা দিলেন সূর্য। নভি মুম্বইয়ে সূর্যদয় হতেই প্রথম পয়েন্ট এল রোহিতের দলের অ্যাকাউন্টে। ক্রিকেট মহল বলছে এই একটা জয় মুম্বইকে প্লে-অফের দৌড়ে নিয়ে আসতে পারবে না। কিন্তু যে দল গুলোর সঙ্গে এখনও ম্যাচ বাকি রোহিতদের তারা চাপে থাকবে। কারণ অনেক দলের পয়েন্ট কেটে লিগ টেবিল জমিয়ে দিতে পারে মুম্বই। লিগের মজা এ বার আরও জমল বলে।
First win in the bag – Congratulations to #MI who have beaten #RR by 5 wickets ??#RRvMI | #TATAIPL | #IPL2022 pic.twitter.com/MDPru1K4pj
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
জন্মদিনে সম্মানের লড়াইয়ে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। অনান্য ম্যাচের মত আজকের শুরুটা করতে পারেননি রাজস্থানের দুই ওপেনার বাটলার ও দেবদত্ত। ১৫ রানের বেশি এগোতে পারেননি দবদত্ত। অধিনায়ক সঞ্জু স্যামসনও ১৬ রানে আউট। দলের দুই ব্যাটারকে পরপর আউট হতে দেখে আজ নিজের ছন্দে খেলতে পারেননি বাটলার। বরং ধীরে ধীরে দলের ইনিংসকে গড়ে তোলার চেষ্টা করলেন। কিন্তু তাঁরে যোগ্য সংগত দেওয়ার মত আজ রাজস্থানের কাউকে পাওয়া গেল না। ডারেল মিচেল ১৭ রানে আউট। রিয়ান পরাগ আজ মাত্র ৩ রানে ইনিংস শেষ করলেন। ততক্ষণে বাটলার হাফসেঞ্চুরির কোটা পার করে এগিয়ে যাচ্ছিলেন। ৬৭ রানে ইনিংস শেষ হল তাঁর। আজ রাজস্থানকে সব থেকে বেশি হতাশ করলেন ক্যারিবিয়ান ব্যাটর হেটমায়ার। ১৪টি বল খেলে অপরাজিত মাত্র ৬ রানে। হেটমায়ারের গতি দেখে অশ্বিন দায়িত্ব ব্যাট চালানোর। তাঁর ৯ বলে ২১ রাজস্থানকে পৌঁছে দিল ১৫৮ রানে।
জবাবে ব্যাট করতে নেমে আবার হতাশ করলেন মুম্বই ক্যাপ্টেন রোহিত। জন্মদিনে তাঁর ব্যাট থেকে এল মাত্র ২ রান। অশ্বিনের বলে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভেলিয়ান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে গেলেন আর এক ওপেনার ঈশান কিষান। দলেক টানার দায়িত্ব নিলেন সূর্যকুনার যাদব ও তিলক বর্মা। রাজস্থান ও জয়ের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালেন সূর্য ও তিলক। একই সঙ্গে জন্মদিনে অধিনায়ককে সেরা উপহার দেওয়ার ভীতটাও তৈরি করেছিলেন। ১৫ নম্বর ওভারের শেষ বলে চাহালকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পরলেন সূর্য। ৫১ রান করে প্যাভেলিয়ানে ফিরলেন তিনি। পরের ওভারেই আউট তিলক। ম্যাচে ফিরল রাজস্থান। তবে সেটা সাময়িক। টিম ডেভিড মুম্বই ইন্ডিয়ান্সকে পার করালেন জয়ের বাউন্ডারি।
আরও পড়ুন : IPL 2022: অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামার আগে খানিক স্বস্তি চেন্নাই শিবিরে