Rohit Sharma: রোহিত কেন বলির পাঁঠা? টুইটারে ট্রেন্ডিং RIP MUMBAI INDIANS

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 17, 2023 | 5:05 PM

MI, IPL 2024: হিটম্যানের অনুরাগীদের মতে রোহিত আর নেতা নেই, মুম্বই ইন্ডিয়ান্সের তাই আর অস্তিত্বও নেই। রোহিতের অনুরাগীদের শুধু মুখের কথাই নয়, পরিসংখ্যানও বলছে তাঁর নেতৃত্বেই সবচেয়ে সফল হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ সাল থেকে মুম্বইয়ের নেতৃত্ব আসে রোহিত শর্মার হাতে। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি ক্যাবিনেট ছিল খালি। তিনি আসতেই আইপিএল ট্রফির স্বাদ পায় মুম্বই শিবির।

Rohit Sharma: রোহিত কেন বলির পাঁঠা? টুইটারে ট্রেন্ডিং RIP MUMBAI INDIANS
রোহিত কেন বলির পাঁঠা? টুইটারে ট্রেন্ডিং RIP MUMBAI INDIANS
Image Credit source: X

Follow Us

মুম্বই: একজন ক্রিকেটারকে নিয়ে কোনও টিম হয় না। এটা স্বাভাবিক। কিন্তু একজন ক্রিকেটারের জন্য দলের সমর্থকরা ভাগ হয়ে যান। অনেক মাহিভক্ত যেমন ধোনিকে ভালোবাসেন বলে চেন্নাই সুপার কিংসকে সমর্থন করেন। তেমনই হিটম্যানের অনুরাগীরা তাঁকে ভালোবাসেন বলে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) সমর্থন করেন। চব্বিশের আইপিএল নিলামের (IPL 2024 Auction) আগে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার (Rohit Shrama) কাছ থেকে ক্যাপ্টেনের ব্যাটন তুলে নিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়াকে। রোহিতের মতো নেতার উপর আস্থা রাখল না মুম্বই ইন্ডিয়ান্স। যে কারণে মুম্বই ইন্ডিয়ান্স থেকে একের পর রোহিতভক্তরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। হু হু করে সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার্স কমছে। একই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের মুণ্ডপাত করছেন রোহিতভক্তরা। শুক্র-সন্ধেয় MI এর নতুন নেতা হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করা হয়েছিল। তারপর শনিবার দিনভর বিক্ষোভ দেখিয়েছেন রোহিতের অনুরাগীরা। রবিবারও সেই বিক্ষোভ জারি। #RIP MUMBAI INDIANS এ বার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

হিটম্যানের অনুরাগীদের মতে রোহিত আর নেতা নেই, মুম্বই ইন্ডিয়ান্সের তাই আর অস্তিত্বও নেই। রোহিতের অনুরাগীদের শুধু মুখের কথাই নয়, পরিসংখ্যানও বলছে তাঁর নেতৃত্বেই সবচেয়ে সফল হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ সাল থেকে মুম্বইয়ের নেতৃত্ব আসে রোহিত শর্মার হাতে। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি ক্যাবিনেট ছিল খালি। তিনি আসতেই আইপিএল ট্রফির স্বাদ পায় মুম্বই শিবির। অনুরাগীদের প্রত্যাশা মতো রোহিত এক এক করে ৫টি ট্রফি দেন মুম্বই ইন্ডিয়ান্সকে। তাঁর যোগ্যতা নিয়ে তাই কোনও প্রশ্নই ধোপ টেকে না।

রোহিতের ভক্তরা তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর পর নিজেদের মতো করে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। হিটম্যানের এক ভক্ত কবিতার মাধ্যমে রোহিতের জায়গায় হার্দিককে ক্যাপ্টেন বানানোর জন্য প্রতিবাদ জানিয়েছেন। সেখানে তিনি #RIP MUMBAI INDIANS দিয়েছেন।

শনিবার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল মুম্বই ইন্ডিয়ান্সে জার্সি, টুপি ও পতাকা আগুনে পোড়ানোর ভিডিয়ো। আজ, রবিবার দেখা গিয়েছে এই ধরনের ভিডিয়ো। যেখানে মুম্বইয়ের এক অনুরাগী MI জার্সি ফালা ফালা করে দিয়েছেন। তাতেও রয়েছে #RIP MUMBAI INDIANS এই হ্যাশট্যাগ।

মুম্বই ইন্ডিয়ান্সের অপর এক অনুরাগী একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে ২০১৩ সালের আগে অবধি মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি ক্যাবিনেট খালি। আর ২০১৩-২০২৩ অবধি ক্যাপ্টেন রোহিতের জমানায় মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি ক্যাবিনেটে উঠেছে ৫টি ট্রফি। সেখানেও রয়েছে #RIP MUMBAI INDIANS এই হ্যাশট্যাগ।

Next Article