
মুম্বই: টুর্নামেন্টের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচের ফলের পুনরাবৃত্তি হল এ দিনও। টুর্নামেন্টে এখনও অবধি যা পারফরম্যান্স তাতে প্রশ্ন করাই যায়, মুম্বই ইন্ডিয়ান্সকে রুখতে পারে কোন দল! এখনও অবধি একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। রেকর্ড অক্ষত থাকল। টানা পাঁচ ম্যাচ জিতে শীর্ষ তিন নিশ্চিত করল। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ১৬২ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই রান নিয়ে লড়াই কঠিন। মুম্বইয়ের নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে তারপরও ৫৫ রানের বিশাল জয়। গুজরাট জায়ান্টসের ধারাবাহিকতার অভাব। কোনও ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স, পরের ম্যাচেই হোঁচট। যেমনটা এ দিন হল। WPL এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
মুম্বই ইনিংসে ভরসা দিচ্ছিল যস্তিকা-সিবার জুটি। দলীয় ৭৫ রানে ন্য়াট সিবারকে ফেরালেন গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক স্নেহ রানা। অধিনায়কের ভরসার মর্যাদা রাখলেন অ্যাশ গার্ডনার। প্রথম ওভারেই ফেরালেন হেইলি ম্যাথুজকে। রানের খাতাই খুলতে পারলেন না হেইলি।
মুম্বই ইন্ডিয়ান্স: হরমনপ্রীত কৌর, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, অ্যামেলিয়া কের, হুমাইরা কাজি, ইসি ওং, হেইলি ম্যাথুজ, সাইকা ইসাক, জিন্তিমনি কলিতা, অমনজ্যোত কৌর, ধারা গুজ্জর
গুজরাট জায়ান্টস : সোফিয়া ডাঙ্কলি, সুষমা ভার্মা, সাব্বিনেনি মেঘনা, দয়ালান হেমলতা, স্নেহ রানা, হরলীন দেওল, তনুজা কানওয়ার, কিম গার্থ, অ্যানাবেল সাদারল্যান্ড, মানসী যোশী, অ্যাশলে গার্ডনার
টসের জন্য প্রস্তুত দুই অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্নেহ রানা। টসে জিতলেন গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট জায়ান্টসের।
ব্রেবোর্ন স্টেডিয়ামে ব্যবহৃত পিচ। গত ম্যাচেও এখানে স্পিনাররা সাহায্য পেয়েছেন। এই ম্যাচেও তেমনই প্রত্যাশা করা হচ্ছে।
টুর্নামেন্টে একশো শতাংশ জয়ের রেকর্ড মুম্বই ইন্ডিয়ান্সের। আজ গুজরাট জায়ান্টসের মুখোমুখি তারা। জয়ের ধারা অব্য়হত থাকবে? নজর থাকবে পার্পল ক্য়াপ দখলে রাখা মুম্বইয়ের বাঁ হাতি স্পিনার সাইকা ইসাকের দিকে। লাইভ আপডেট TV9Bangla-র এই পেজে।