MI vs RR : ম্যাচের সেরার পুরস্কার ও রোহিতের প্রশংসা, সেঞ্চুরিয়ন যশস্বী কী বলছেন…
Mumbai Indians vs Rajasthan Royals Post Match : প্রতিপক্ষ শিবিরের তরুণ ব্যাটার যশস্বীকে নিয়ে বলছেন, 'ওকে গত মরসুমেও দেখেছি। দারুণ উন্নতি করেছে। নিজের খেলার মান বাড়িয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলাম-এত শক্তি কোথা থেকে পাচ্ছে। ও বলেছিল, জিমে যাচ্ছে। এই উন্নতি ওর জন্য তো অবশ্যই, রাজস্থান রয়্যালস এবং ভারতীয় ক্রিকেটের জন্যও খুব ভালো দিক।'

দীপঙ্কর ঘোষাল : অল্পের জন্য জয়ী দলের সদস্য হতে পারলেন না যশস্বী জয়সোয়াল। তবে যোগ্য হিসেবেই জিতলেন ম্য়াচের সেরার পুরস্কার। আইপিএল কেরিয়ারে প্রথম সেঞ্চুরি রাজস্থান রয়্যালস ওপেনার যশস্বীর। দলের বাকি ব্যাটাররা আর একটু সঙ্গ দিতে পারলে হয়তো বোর্ডে আরও বেশি রান উঠত। অনেক যদি-কিন্তু। বাস্তব হল, আইপিএলের ইতিহাসে সহস্রতম মাইলফলকের ম্য়াচে ২১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব এবং শেষ দিকে মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন টিম ডেভিড ও তিলক ভার্মা। শেষ ওভারে মুম্বইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭ রান। ছয়ের হ্যাটট্রিকে তিন বল বাকি থাকতেই জেতান টিম ডেভিড। মাত্র ১৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস টিম ডেভিডের। ম্য়াচের সেরা অবশ্য রাজস্থানের তরুণ ব্যাটার যশস্বী। মাত্র ৬২ বলে ১২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ম্য়াচের সেরার পুরস্কারের সঙ্গে জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসাও প্রাপ্তি যশস্বীর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দেশের হয়ে ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন যশস্বী। দল রানার্স হলেও ৪০০ রান করেছিলেন যশস্বী। টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন। সে বছরই আইপিএলে সুযোগ যশস্বীর। ধারাবাহিক পারফরম্য়ান্সের নিরিখে ভারত এ দলে প্রবেশের দরজায় এই বাঁ হাতি ওপেনার। ম্য়াচের সেরার পুরস্কার জিতে বলছেন, ‘সেঞ্চুরি পূর্ণ হওয়ার সময় বুঝিনি বল বাউন্ডারি পেরিয়েছে। সবকিছুর জন্য ভগবানকে ধন্যবাদ। এই ইনিংস এর বেশি কিছু বলার নেই। ম্য়াচ জিতলে ভালো লাগতো। তবে খেলায় এমন দিন আসে। আমি সঠিক পথে থাকতে চাই। কঠোর পরিশ্রম, নিজের ওপর বিশ্বাস ধরে রাখতে চাই। একটা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার চেষ্টা করেছি। দৈনন্দিন জীবনেও শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করি। এটা আমাকে ভালো খেলতে সাহায্য করছে।’
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার কাছে হয়তো এমন জয়টাই সেরা উপহার। দল একটা সময় প্রবল চাপে ছিল। অনবদ্য একটা ক্যাচে সূর্যকুমার যাদবকে ফিরিয়ে চাপ বাড়িয়েছিলেন সন্দীপ শর্মা। শেষ অবধি ৩ বল বাকি থাকতেই জয়ী মুম্বই। অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ‘এত বড় একটা টার্গেট তাড়া করে জিততে পেরে খুবই ভালো লাগছে। গত ম্য়াচেও জয়ের খুব কাছে পৌঁছেছিলাম। এই জয়টা আমাদের কাছে তৃপ্তির।’ প্রতিপক্ষ শিবিরের তরুণ ব্যাটার যশস্বীকে নিয়ে বলছেন, ‘ওকে গত মরসুমেও দেখেছি। দারুণ উন্নতি করেছে। নিজের খেলার মান বাড়িয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলাম-এত শক্তি কোথা থেকে পাচ্ছে। ও বলেছিল, জিমে যাচ্ছে। এই উন্নতি ওর জন্য তো অবশ্যই, রাজস্থান রয়্যালস এবং ভারতীয় ক্রিকেটের জন্যও খুব ভালো দিক।’





