
মুম্বই: শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। উদ্বোধনী ম্য়াচে জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আজ তাদের সামনে ছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে আজ এই ম্য়াচকে হরমনপ্রীত কৌর বনাম স্মৃতি মান্ধানাও বলা হচ্ছিল। মুম্বইয়ের শুরুটা ভালো হলেও স্মৃতির আরসিবির তা হয়নি। রবিবার ডাবল হেডারে দিনের প্রথম ম্য়াচে দিল্লির কাছে হেরেছিল আরসিবি। আজ ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল স্মৃতিদের সামনে। সেটা হল না। মুম্বইয়ের কাছেও হার। আরসিবি দলে তারকা ক্রিকেটার ভরপুর। মাঠের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হল না। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৫৫ রানেই অলআউট আরসিবি। জবাবে ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছয় মুম্বই। WPL এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ম্য়াচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
হাতে মাত্র ১৫৫ রানের পুঁজি, হেইলি ম্যাথুজের বিধ্বংসী ব্য়াটিং, তার উপর খারাপ ফিল্ডিং। আরসিবির আরও একটা হতাশার ম্যাচ।
বল হাতে নিয়েছিলেন তিন উইকেট। অর্ধশতরান পেরোলেন মুম্বই ওপেনার হেইলি ম্যাথুজ।
লক্ষ্য় ১৫৬। তাদের ব্যাটিং শক্তি অনুযায়ী সহজ লক্ষ্যই বলা যায়। বাউন্ডারিতে ইনিংস শুরু হেইলি ম্যাথুজের।
আরসিবি আজ একাদশে একটিই পরিবর্তন করেছে। শোভানার পরিবর্তে শ্রেয়াঙ্কা পাটিল। লোয়ার অর্ডারে অনবদ্য় ব্য়াটিং করছেন শ্রেয়াঙ্কা। মূলত অফস্পিনার হলেও, ব্যাটিংয়েও নজর কাড়ছেন…। শ্রেয়াঙ্কাকে লেগ বিফোর আউট আম্পায়ারের। রিভিউ নিয়েছেন শ্রেয়াঙ্কা।
সপ্তম উইকেট হিসেবে ফিরলেন রিচা ঘোষ। বড় রানের জন্য় গতি বাড়াতে হত। সেই চেষ্টাতেই আউট হয়ে ফিরতে হচ্ছে রিচাকে। ২৬ বলে ২৮ রান করেন তিনি।
কঠিন পরিস্থিতিতে আরসিবি। পার্টনারশিপ গড়ার চেষ্টায় রিচা ঘোষ-এলিস পেরি। রিচার বিশাল ছয়।
স্মৃতি মান্ধানা চোখ ধাঁধানো কিছু শট খেলেছিলেন। তাঁর থেকে বড় রানের প্রত্যাশা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। পাওয়ার প্লে-র শেষ ওভারে আরসিবির তৃতীয় উইকেট হিসেবে আউট স্মৃতিও। ১৭ বলে ২৩ রানে ফিরলেন স্মৃতি। পরের বলেই গোল্ডেন ডাক হেদার নাইট। হেইলি ম্যাথুজও জোড়া ধাক্কা দিলেন। ক্রিজে রিচা।
দীর্ঘক্ষণ ধরেই বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক এবং সোফি ডিভাইনের মনস্তত্ত্বের লড়াই চলছিল। লড়াইয়ে জিতলেন সাইকা। সোফি আউট ১১ বলে ১৬ রানে। ক্রিজে দিশা কাশাত। দ্বিতীয় বলেই তাঁকে ফেরালেন সাইকা।
আরসিবির হয়ে ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন। মুম্বইয়ের হয়ে বোলিং ওপেন করবেন হেইলি ম্যাথুজ। দ্বিতীয় বলেই বাউন্ডারি স্মৃতি মান্ধানার। স্ট্রাইক পেতেই ছয় সোফির। প্রথম ওভারে ১১ রান আরসিবির।
একাদশ অপরিবর্তিত মুম্বই ইন্ডিয়ান্সের
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: যস্তিকা ভাটিয়া, হেইলি ম্যাথুজ, ন্যাট সিবার, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, হুমাইরা কাজি, পূজা বস্ত্রকার, ইসি ওং, অমনজ্যোৎ কৌর, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক
আরসিবির একটাই পরিবর্তন। আশা শোভানার পরিবর্তে শ্রেয়াঙ্কা পাটিল একাদশে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর একাদশ: স্মৃতি মান্ধানা, দিশা কাশাত, এলিস পেরি, সোফি ডিভাইন, রিচা ঘোষ, হেদার নাইট, কনিকা আহুজা, শ্রেয়াঙ্কা পাটিল, মেগান শুট, রেনুকা সিং ঠাকুর, প্রীতি বোস
টসের জন্য় প্রস্তুত দুই অধিনায়ক। হরমনপ্রীত কৌর বনাম স্মৃতি মান্ধানা। উইমেন্স প্রিমিয়ার লিগের ডার্বি। টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের
ব্রেবোর্নে লাল মাটির পিচ। ঘাসও রয়েছে। কে কী ভাবে সুযোগ নেবে, তাদের উপরই নির্ভর করবে। পেসাররা যেমন সুবিধা পাবেন, তেমনই পেসাররাও। পেস, বাউন্স এবং ক্যারির জন্য় ব্যাটাররাও শট খেলে আনন্দ পাবেন।
প্রথম ম্যাচে দিল্লির কাছে বড় ব্যবধানে হার। প্রত্য়াবর্তন হবে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবির?
জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। উইমেন্স প্রিমিয়ার লিগে আজ প্রথম রাউন্ডে মুখোমুখি হরমনপ্রীত-স্মৃতি। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।