TNPL 2023: বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ নিলেন অশ্বিন, ভিডিয়ো দেখলে চোখ উঠবে কপালে

Murugan Ashwin : তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (TNPL) এক ম্যাচে দারুণ ক্যাচ নিয়েছেন মুরুগান অশ্বিন। এক্কেবারে বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ নেন অশ্বিন। যা দেখে সকলের চোখ উঠেছে কপালে।

TNPL 2023: বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ নিলেন অশ্বিন, ভিডিয়ো দেখলে চোখ উঠবে কপালে
TNPL 2023: বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ নিলেন অশ্বিন, ভিডিয়ো দেখলে চোখ উঠবে কপালেImage Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 19, 2023 | 4:17 PM

চেন্নাই : যত কাণ্ড তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। চলতি টিনএনপিএলে (TNPL) এ বার হইচই ফেলে দিয়েছে এক ক্যাচ। রবিবার তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক ম্যাচে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নেন মুরুগান অশ্বিন (Murugan Ashwin)। আইপিএলে খেলা একাধিক ক্রিকেটার খেলছেন টিএনপিএলে। টিএনপিএলে খেলছেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin)। কয়েকদিন আগে এই টুর্নামেন্টের এক ম্যাচে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে একটি বলে ২ বার ডিআরএস নেন তিনি। এ বার যদিও ডিআরএস কাণ্ড নয়। আর ঘটনার সঙ্গে যুক্তও নন রবিচন্দ্রন অশ্বিন। আসলে মুরুগান অশ্বিনের এক ক্যাচ ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। এই ধরণের ক্যাচ সচরাচর দেখতে পাওয়া যায় না। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মুরুগান অশ্বিনের উড়ন্ত ক্যাচ —

রবিবার তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সিয়েচেম মাদুরাই প্যান্থার্স ও ডিন্ডিগুল ড্রাগন্সের ম্যাচে এক অসাধারণ ক্যাচ নিয়েছিলেন মুরুগান অশ্বিন। আর ঘটনাটি ঘটে ডিন্ডিগুল ড্রাগন্সের ইনিংসে। রান তাড়া করার সময় ডিন্ডিগুলের চতুর্থ ওভারে গুরজপনীত সিংয়ের চতুর্থ বলটিতে এমন শট নেন এস অরুণ, তা বাতাসে উঠে যায়। মুরুগান অশ্বিন দৌড়ে দৌড়ে পিছনের দিকে যান। বাতাসে ডাইভ দিয়ে সেই ক্যাচ তালুবন্দি করেন। যা দেখে ক্রিকেট প্রেমীদের চোখ ধাঁধিয়ে গিয়েছে। ওই ক্যাচের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ক্রিকেটে বলে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। আবার এমনটাও বলা হয় যে, ধরো ক্যাচ আর জেতো ম্যাচ। কিন্তু চলতি টিএনপিএলে মুরুগান অশ্বিনের চোখধাঁধানো ক্যাচের পরও জেতেনি মাদুরাই প্যান্থার্স। উল্লেখ্য, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ডিন্ডিগুল ড্রাগন্স। প্রথমে ব্যাটিং করে সিয়েচেম মাদুরাই প্যান্থার্স ১৯.৩ ওভারে তোলে ১২৩ রান। ১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪.১ ওভারে লক্ষ্যপূরণ করে ফেলে ডিন্ডিগুল।