AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024 Auction: ছয় ছক্কার নায়ক যুবিকে আউট করেছিলেন ৮ বছর বয়সে! IPL নিলাম মাতাবেন সেই মুশির

IPL 2024 Auction, Yuvraj Singh: মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা কাঙ্গা লিগ। স্কুল পড়ুয়াদের এই টুর্নামেন্ট থেকে অনেক তারকা ক্রিকেটারদের উঠে আসা। একটা সময় অবধি কণিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার রেকর্ড ছিল সরফরাজ খানের। ১০ বছর বয়সে এই টুর্নামেন্টে খেলেছিলেন সরফরাজ। সেই রেকর্ড ভেঙে দেন তাঁর ভাই মুশির খান। দশ বছর আগের ঘটনা। অভিষেক ম্যাচে এক ঘণ্টার বেশি সময়, ৪২টি ডেলিভারি সামলেছিলেন মুশির।

IPL 2024 Auction: ছয় ছক্কার নায়ক যুবিকে আউট করেছিলেন ৮ বছর বয়সে! IPL নিলাম মাতাবেন সেই মুশির
Image Credit: X
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 1:50 PM
Share

কলকাতা: সময় যত এগিয়ে আসছে আইপিএল নিলামের, ততই যেন হৃদস্পন্দন বাড়ছে তালিকায় থাকা ক্রিকেটারদের। মঙ্গলবার দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর তারকা ক্রিকেটারদের দিকে নজর থাকাটাই স্বাভাবিক। পিছিয়ে থাকবেন না তরুণরাও। তেমনই এক ‘খুদে’ ক্রিকেটারের দিকেও থাকবে নজর। কেন? মাত্র আট বছর বয়সেই আউট করেছিলেন যুবরাজ সিংকে! অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি। নিলামে রেজিস্টার করেছেন সেই ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় নামও রয়েছে। ছয় ছক্কার নায়ককে যিনি আউট করেছিলেন আট বছরেই, তাঁকে নিয়ে যে আগ্রহ থাকবে, তাতে আর আশ্চর্য কী! বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা কাঙ্গা লিগ। এই টুর্নামেন্ট থেকে অনেক তারকা ক্রিকেটারদের উঠে আসেন। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর থেকে জাহির খান— অনেক তারকাই খেলেছেন এই লিগে। খেলেছেন সচিনের ছেলেও। একটা সময় অবধি কণিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার রেকর্ড ছিল সরফরাজ খানের। ১০ বছর বয়সে এই টুর্নামেন্টে খেলেছিলেন সরফরাজ। সেই রেকর্ড ভেঙে দেন তাঁর ভাই মুশির খান। দশ বছর আগের ঘটনা। অভিষেক ম্যাচে এক ঘণ্টার বেশি সময়, ৪২টি ডেলিভারি সামলেছিলেন মুশির।

সদ্য অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হয়েছে। এশিয়া কাপে অনবদ্য পারফরম্যান্স মুশির খানের। প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে নাম রয়েছে মুশিরের। তাঁর দিকে আগ্রহ দেখাবে অনেক ফ্র্যাঞ্চাইজি। ভারতের মাটিতে যে কোনও পিচেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্পিনাররা। মুশিরের ব্যাটের হাত খুবই ভালো। তাঁর আরও একটা মজার ঘটনা রয়েছে। সেটিও দশ বছর আগের।

একটি প্রীতি ম্যাচে খেলছিলেন যুবরাজ সিং। ২০০৭ সালে টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে যাঁর সবচেয়ে বড় অবদান। দুটি বিশ্বকাপেই সেরার পুরস্কার জিতেছিলেন যুবরাজ সিং। সেই যুবরাজ সিংকে আউট করেছিলেন ৮ বছরের মুশির খান। তারপরই সেই খুদের বক্তব্য ছিল, ‘আমি সচিন তেন্ডুলকরের মতো ব্যাট করতে চাই আর ড্যানিয়েল ভেত্তোরির মতো বোলিং।’ এখনও অবধি লক্ষ্যে সফল। নতুন বছরের শুরুতেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ভারতের স্কোয়াডে রয়েছেন মুশির। ১৯ ডিসেম্বরের নিলামেও নজর থাকবে যুবিকে আউট করা মুশিরের দিকে।