
মিরপুর: শের-ই বাংলা স্টেডিয়ামে এক অনাকাঙ্খিত রেকর্ড গড়লেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। মিরপুরে চলছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের (New Zealand) দ্বিতীয় টেস্ট ম্যাচ। আজ, বুধবার মিরপুর টেস্টের প্রথম দিন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ভালো হল না টাইগার্সদের। কারণ, আজ বাংলাদেশের কোনও ক্রিকেটার অর্ধশতরান করতে পারেননি। মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপসদের দাপটে ১৭২ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। এখন চলছে কিউয়িদের প্রথম ইনিংস। তারপরও সকলের আলোচনায় বাংলাদেশের (Bangladesh) ইনিংস চলকালীন এক অদ্ভুত দৃশ্য। বাংলাদেশের প্রথম ইনিংসে হাত দিয়ে বল আটকে আউট হয়েছেন মুশফিকুর রহিম। এই লজ্জার নজির গড়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন মুশফিক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বাংলাদেশের ক্রিকেটে লজ্জার ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুশফিকুরের হাত দিয়ে বল আটকানোর ভিডিয়ো। ক্রিকেট ম্যাচ চলাকালীন হাত গিয়ে বল আটকানোর ঘটনাকে বলা হয় ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে ঘটনাটি ঘটে। কিউয়ি তারকা কাইল জেমিসনের একটি শর্ট লেংথ বল ক্রিজে দাঁড়িয়ে খেলেছিলেন মুশফিকুর। বলটি পিচে ড্রপ করে লাফিয়ে ওঠে। আর সেই সময় হঠাৎই মুশফিকুর সেই বল হাত দিয়ে সরিয়ে দেন। ওই পরিস্থিতিতে বলটি উইকেটে লাগার সম্ভবনাও ছিল না। কিন্তু মুশফিকুর ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে বল সরিয়ে দেওয়ায় কাইল জেমিসন এবং কিউয়ি ক্রিকেটাররা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ এর আবেদন জানান আম্পায়ারের কাছে।
Mushfiqur Rahim out for obstructing the field.
– He is the first Bangladesh batter to dismiss by this way in cricket history.pic.twitter.com/MfZONDzswk
— Johns. (@CricCrazyJohns) December 6, 2023
ফিল্ড আম্পায়ারেরা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নিতে পাঠান। তৃতীয় আম্পায়ার আহসান রাজা রিভিউ দেখে মুশফিকুর রহিমকে আউটের সিদ্ধান্ত জানান। ৮৩ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম।