Suryakumar Yadav : ‘ওডিআইতে আমার পারফরম্যান্স খুব খারাপ’, অকপটে স্বীকার সূর্যকুমারের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 09, 2023 | 11:27 AM

Ind vs WI : ঘরের মাঠে শিয়রে ওডিআই বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতকে টি ২০ সিরিজে টিকিয়ে রেখে ৫০ ওভারের ফরম্যাট নিয়ে কথা বললেন সূর্যকুমার যাদব।

Suryakumar Yadav : ওডিআইতে আমার পারফরম্যান্স খুব খারাপ, অকপটে স্বীকার সূর্যকুমারের

Follow Us

গায়ানা : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে মোটেও ছন্দে ছিলেন না তিনি। টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচেও তথৈবচ অবস্থা। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য পরিচিত সূর্যকুমার যাদব ব্যপক সমালোচনার মুখে পড়েছিলেন। ৫০ ওভারের ফরম্যাটে মুখ থুবড়ে পড়লেও পছন্দের কুড়ি ওভারে ছন্দ ফিরে পেয়েছেন সূর্য। তৃতীয় টি ২০ ম্যাচে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দায়িত্বশীল ব্যাটিং করেছেন তিনি। ৮৪ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন সূর্যকুমার যাদব। ২০২১ সালে ভারতের জার্সিতে টি ২০ ফরম্যাটে ডেবিউ হয় সূর্যকুমারের। ৪৯টি ইনিংসে সূর্যের রান সংখ্যা ১৭৮০। স্ট্রাইক রেট ১৭৪.৩৩। বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের আসনটিতেও কব্জা করেছেন। অথচ ৫০ ওভারের ফরম্যাটে তাঁর পরিসংখ্যান অতি সাধারণ। ফরম্যাট পাল্টালেই তিনি কেন ব্যর্থ হন, এটাই সবচেয়ে বড় রহস্যের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মঙ্গলবার মেন ইন ব্লু-কে তৃতীয় টি ২০ ম্যাচ জিতিয়ে এই প্রসঙ্গে মুখ খুলেছেন সূর্যকুমার।

ওডিআই ফরম্যাটে ২৪টি ইনিংসে সূর্যের রান সংখ্যা ৫১১। গড় ২৪.৩৩। ৫০ ওভারে তাঁর পারফরম্যান্স যে অত্যধিক খারাপ তা স্বীকার করে নিতে দ্বিধা নেই সূর্যকুমারের। ৩২ বছরের মুম্বইয়ের ক্রিকেটার জানিয়েছে, ওডিআইতে পারফরম্যান্স শুধরে নেওয়ার চেষ্টা করবেন তিনি। তৃতীয় টি ২০তে ম্যাচ সেরা হয়ে সূর্যকুমার বলেছেন, “সত্যি কথা বলতে আমি জানি যে ওডিআইতে আমার পরিসংখ্যান একেবারেই ভালো নয়। এটা বলতে আমার কোনও লজ্জা নেই। এটা তো সবাই জানে।” তিনি প্রচুর টি ২০ ম্যাচ খেলেছেন। তবে ওডিআই ফরম্যাটের ক্ষেত্রে একই কথা বলা যাবে না। যদিও এই ফরম্যাটে কোন উপায়ে দলের জন্য অবদান রাখবেন তা নিজেকেই খুঁজে বের করতে হবে বলে সূর্যকুমারকে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

তিনি বলেছেন, “আমরা সবাই সততার কথা বলি এবং আপনাকে সৎ হতেই হবে। খেলায় কীভাবে উন্নতি করব সেটিও গুরুত্বপূর্ণ। রোহিত এবং রাহুল স্যার আমাকে বলেছেন যে এটি এমন ফরম্যাট যেটা আমার খুব বেশি খেলা হয় না। তাই এই ফরম্যাটে আরও খেলতে হবে এবং নিজের পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে। যদি শেষ ১০-১৫ ওভারে ব্যাটিং করি তাহলে কীভাবে দলের জন্য় অবদান রাখব তা ভেবে দেখতে হবে। নিজের স্বাভাবিক খেলা খেলতে হবে। দায়িত্বকে কীভাবে সুযোগে পরিবর্তন করা যায় সেটা আমারই হাতে।”

Next Article