Naveen ul Haq : ‘বিরাট ঝগড়াটে, আমার হাত জোরে চেপে ধরেছিল’, কোহলির উপর দোষ চাপালেন নবীন!
বিরাট ও নবীনের সেই দ্বন্দ্বের রেশ চলেছে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্যাচ পর্যন্ত। নবীন বা গম্ভীরকে দেখলেই কোহলি...কোহলি চিৎকারে গলা ফাটিয়েছেন দর্শকরা।
কলকাতা: সব দোষ বিরাট কোহলির। তিনি নাকি শুধুমাত্র তার পাল্টা জবাব দিয়েছিলেন। আইপিএল চলাকালীন বিরাট কোহলি ও লখনউ সুপার জায়ান্টসের পেসার নবীন উল হকের (Naveen Ul Haq) মধ্যে জোর ঝামেলা বাঁধে। ম্যাচ চলাকালীন ও ম্যাচের পর হাত মেলানোর সময়ে একে অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ওই ঘটনা নিয়ে ব্যপক জলঘোলা হয়। যার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীরও। এরপর ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে (Virat Kohli) ইঙ্গিত করে একাধিক পোস্ট করেন নবীন। আরসিবি বা কোহলির ব্যর্থতায় আম খেয়ে সেলিব্রেশন করেছেন। এরপরও বিরাট কোহলিকেই ঝগড়ুটে বলে প্রমাণ করতে চাইলেন নবীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে কথা বলেন আফগান পেসার। তাঁর দাবি, ‘বিরাট প্রথমে ঝামেলা শুরু করেছিলেন।’ বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বিরাট ও নবীনের সেই দ্বন্দ্বের রেশ চলেছে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্যাচ পর্যন্ত। নবীন বা গম্ভীরকে দেখলেই কোহলি…কোহলি চিৎকারে গলা ফাটিয়েছেন দর্শকরা। দু’জনকেই তার পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে। আফগানিস্তান ফিরে গিয়েও নবীন এর থেকে নিস্তার পাননি। সাক্ষাৎকারে কোহলি প্রসঙ্গে উঠে এসেছে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে কী হয়েছিল? নিজের ভার্সন বর্ণনা করেছেন নবীন। তিনি বলেন, “এমন একটা সময় আসে যখন আপনাকে পাল্টা কিছু বলতেই হবে। ওই সময়ে এসব কথা বলার সুযোগ ছিল না। ম্যাচের সময় বা তারপরে যা যা হয়েছে তার কোনওটাই হওয়া উচিত ছিল না। ম্যাচ চলাকালীন বা তারপরের মুহূর্তে যে তর্কাতর্কি হয় তার কোনওটাই আমি শুরু করিনি। ম্যাচ রেফারি ছিলেন। আর জরিমানার অঙ্ক দেখে বোঝা উচিত সবকিছুর মূলে কে ছিলেন।”
Energy to Naveen Ul Haq main zyada dekhi hye hum nay? pic.twitter.com/AzNXRiU4L6
— Ahmad Hassan Bobak (@ahmad_bobak) June 7, 2023
নবীন আরও বলেছেন, “আমি কাউকে কটূ কথা বলি না। তবে কেউ বললে ছেড়ে দিই না। তবে একটা কথা বলব, যদিও বা কখনও স্লেজিং করি সেটা বোলিংয়ের সময়। কারণ আমি একজন বোলার। তবে ওই ম্যাচে বোলিংয়ের সময় একটা শব্দও উচ্চারণ করিনি। ম্যাচের পর সবাই যখন হাত মেলাচ্ছিলেন তখন আমার হাত চেপে ধরেছিলেন। আমিও তো মানুষ, রিয়্যাক্ট তো করবই।” প্রসঙ্গ ঝামেলা হলেও আইপিএলের পর ফের একবার কোহলির কারণেই শিরোনামে নবীন উল হক।